আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

ঈদে তিন বেলার সাজ

ঈদে তিন বেলার সাজ

ঈদ উপলক্ষে নতুন জামা, সাজপোশাকের জিনিস কেনেন সবাই। প্রত্যেকেই চান ঈদের সাজে সুন্দর ও সাবলীল থাকতে। উৎসবের এ দিনটিতে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন আয়োজন থাকে। প্রতিটি সময়ের জন্য চাই আলাদা সাজভাবনা। তাছাড়াও এবারের ঈদ গরমের মধ্যে পড়ছে বলে আবহাওয়ার কথা মাথায় রেখে সাজটা হওয়া উচিত হালকা, আরামদায়ক ও দীর্ঘস্থায়ী। এই বিষয়ে পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালুনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

সকালের সাজ 
ঈদের সকাল শুরু হয় নামাজের আয়োজন, পারিবারিক আড্ডা আর মিষ্টিমুখের আনন্দে। এই সময় চাই হালকা, পরিপাটি ও প্রশান্তির অনুভূতি জাগানো সাজ।
ঈদের দিনের বাহারি সাজ নিয়ে আফরোজা পারভীন বলেন, সকাল বেলার মেকআপে ত্বকের সঙ্গে মানানসই হলেও বিবি ক্রিম, সিসি ক্রিম এমন কিছু ফেইসে ব্যবহার না করাটাই ভালো। প্রথমেই সিরাম এবং একটি ময়েশ্চরাইজার ব্যবহার করে ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশনের পর যেখানে আমাদের কনসিলিং করা দরকার, যেমন ঠোঁটের পাশে, চোখের নিচে হালকা করে কনসিলারের সঙ্গে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। পরে আইব্রাশটা সুন্দর করে এঁকে নিয়ে হালকা কালারের আইশ্যাডো ব্যবহার করে মাশকারা দিলেই চোখের সাজ শেষ। এখানে কাজল, লাইনার ব্যবহার না করলেই দেখতে সুন্দর লাগবে। ঠোঁটে ন্যুড কালার অথবা হালকা পিংক কালার লিপস্টিক দিতে পারেন।
সকালের সাজে খোলা চুলেই দেখতে ভালো লাগবে বলে জানালেন এই রূপ বিশেষজ্ঞ। সকালের সাজের সঙ্গে হালকা ও মসৃণ ফেব্রিকের, যেমন–কটন, লিনেন, মসলিনের পোশাক পরার পরামর্শ দেন আফরোজা পারভীন। তিনি আরও বলেন, পোশাকের সঙ্গে মিলিয়ে সকালে হালকা গহনা বেছে নিন। হালকা সাজের সঙ্গে ছোট্ট কানের দুল, হাতের পাতলা চুড়ি বা রিস্টওয়াচ ভালো লাগবে।

দুপুরের সাজ 
দুপুরের সাজ হতে হবে ভারসাম্যপূর্ণ, যেখানে থাকবে স্টাইল, আরাম এবং সিজনাল স্পর্শ। কারণ, এ সময় থাকে অতিথি আপ্যায়ন, ছবি তোলাসহ প্রিয়জনদের সান্নিধ্যে কাটানো আনন্দঘন মুহূর্ত। কিন্তু, গরমের কথা মাথায় রেখে সাজপোশাকের ক্ষেত্রে আরাম ও সাচ্ছ্বন্দ্য প্রাধান্য দিন।
দুপুরের সাজের ব্যাপারে আফরোজা বলেন, দুপুরের মেকআপে স্মোকি লুক মানাবে না। ফ্রেশ লুকের সঙ্গে একটু পিংকিশ ব্লাশন, আইলাইনার, মাসকারা থাকলে দেখতে সুন্দর লাগবে। ঠোঁটে হালকা চকচকে গ্লোসি বা ম্যাট ব্রাইট পিঙ্ক রঙের লিপস্টিক দুপুরের জন্য মানানসই।
তিনি আরও বলেন, দুপুরের সাজে আমরা সামনের চুলগুলোকে যদি একটু আটকে নিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্টাইলে সামনের চুলের ডিজাইনটা করা যায়, এতে সৌন্দর্য বাড়বে। আবার কেউ চাইলে চুলে খোঁপাও করে নিতে পারবে, এটি আরামদায়কও হবে। এছাড়াও চুল খোলা রাখতে চাইলে হেয়ার সিরাম বা সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। 
পোশাক বাছাইয়ে সফট রঙের সালোয়ার কামিজ বা হালকা কাজের শাড়ি পরতে পারেন। এর সঙ্গে মিলিয়ে মিডিয়াম সাইজের ঝুমকা বা স্টাডস পরতে পারেন।

রাতের সাজ
রাতের দাওয়াত, পার্টি বা পারিবারিক জমায়েতের জন্য প্রত্যেকেরই চাই একটু বেশি জমকালো লুক। সেই লুক যেন অতিরিক্ত ধরনের না হয়। 
এই ব্যাপারে আফরোজা পারভীন বলেন, রাতের বেলা মেকআপ করার আগে ময়েশ্চারাইজার এবং সিরাম ব্যবহার করে স্কিনটাকে সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে। তারপর ফাউন্ডেশন, কনসিলার দিয়ে বেইজ তৈরি করে, হাইলাইটার দিয়ে গ্লো করে বেইজ কমপ্লিট করতে হবে। গোল্ডেন বেস রোজ, গোল্ডেন আইশ্যাডো ব্যবহার করা যায়। চাইলে চোখের সাজের ক্ষেত্রে একটু স্মোকি ফিল করতে পারি বা ন্যাচারাল আই লুকে মোটা করে লাইনার করতে পারি। ঠোঁটে ডার্ক, রেড, বেরি অথবা যেকোনো ডার্ক কালারের ক্লাম টোনের লিপস্টিক পরতে পারি।
রাতের সাজে হেয়ার স্টাইল নিয়ে তিনি বলেন, চুল কার্ল করা যায়, চুলে টিজিং করা যায়। চুল তুলে খোঁপা করাসহ বিভিন্ন হেয়ারস্টাইল করা যায়। চুল খোলা রাখতে চাইলে ওয়েভি বা স্ট্রেইট লুক দিতে পারেন। পোশাকের ক্ষেত্রে ভারী এমব্রয়ডারি বা সিল্কের শাড়ি বা গর্জিয়াস কুর্তি পরতে পারেন। এর সঙ্গে মানিয়ে স্টেটমেন্ট জুয়েলারি, যেমন– বড় কানের দুল, মালা বা ককটেল রিং পরতে পারেন। সকাল, দুপুর, রাত যেকোনো সময়েই সাজগোজের পর মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সেটিং স্প্রে ব্যবহার করুন। তাছাড়াও হাতে থাকতে পারে মেহেদির হালকা ডিজাইন, আর কাঁধে ট্রেন্ডি এমব্রয়ডারি করা দোপাট্টা, যা আপনাকে আলাদা করে তুলবে। 
অন্যান্য সাজ
হালকা পারফিউম বা বডি মিস্ট ব্যবহার করতে পারেন, যা দিনভর আপনাকে ফ্রেশ রাখবে। হিল বা ফ্ল্যাটস বেছে নেওয়ার সময় আরামকে গুরুত্ব দিন, কারণ ঈদের দিন চলাফেরা বেশি হয়। তাই জুতা বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে নেওয়া উচিত হবে। তাছাড়া চুল ও স্কিনের হাইড্রেশন বজায় রাখতে ঈদের আগের দিন ভালো করে কন্ডিশনিং করুন।
ঈদের সাজ মানে কেবল বাহ্যিক রূপচর্চা নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। তাই পোশাক, সাজ ও স্টাইল সবকিছুতে আরাম এবং ব্যক্তিত্বের ছাপ রাখুন। এতেই ফুটে উঠবে আসল সৌন্দর্য। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত