বাইডেনের ইউরোপ সফরের ফলাফল
ছবি: এলএবাংলাটাইমস
প্রেসিডেন্ট জো বাইডেনের তিনদিন পর ইউরোপ ছাড়ছেন। এ সফরের শুরুতে আকস্মিক ইউক্রেনের কিয়েভেও হাজির হন বাইডেন।
কিয়েভে রুশ আক্রমণের বছরপূর্তির তিনদিন আগে ইউক্রেন সফরকালে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। মহাদেশ পর্যায়ে যুদ্ধ বাধানোর পরিস্থিতি তৈরির জন্য কিয়েভ সফরকালে বাইডেন সরাসরি পুতিনকে দায়ী করেন।
প্রথমে ইউক্রেনে এবং পরের দুদিন পোল্যান্ডে বাইডেন ব্যস্ত সময় পার করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির মাঠে অন্যতম গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে জো বাইডেনের। অতি গোপনীয়তার সঙ্গে কিয়েভে পৌঁছান বাইডেন।
নিজের সহকর্মীদের সঙ্গে আলাপে এবং ইউক্রেন ও পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় এমনকি স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর এই সফরকে যুক্তরাষ্ট্রের দিক থেকে ইউক্রেনের প্রতি সংহতি ও সহযোগিতার ধারাবাহিকতা প্রকাশে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বাইডেন দেখাতে চাইছেন, যুক্তরাষ্ট্র তার সমর্থন-সহযোগিতার অবস্থান থেকে টলে যাবে না।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন