বৈরি আবহাওয়া, লস এঞ্জেলেসে তুষারঝড় সতর্কতা জারি
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিরাজ করছে বৈরি আবহাওয়া। এর প্রভাবে ১৯৮৯ সালের পর আবার তুষারঝড় সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকেই এর প্রভাব শুরু হয়ে গেছে। ভারি তুষারপাত শুরু হয়ে গেছে ও পার্বত্য অঞ্চলে তুষারঝড় সতর্কতা জারি করা হয়েছে।
ইতোমধ্যে তুষারপাতের প্রভাবে ক্যালিফোর্নিয়া-নেভাদার ১৫ ফ্রিওয়ে সড়ক বন্ধ হয়ে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ ছিল।
এছাড়া বিগ বিয়ারে তুষারপাত শুরু হয়ে গেছে। বুধবার বিকাল থেকেই বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া সড়ক তুষারমুক্ত পরিষ্কার রাখতে ২৪ ঘণ্টার জন্য কর্মী নিয়োগ দিয়েছে ক্যালট্রান্স।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে বিগ বিয়ার এবং রাইটউডে ছয় ফিট বা এর বেশি পর্যন্ত তুষারপাত হতে পারে। এছাড়া মাউন্ট বাল্ডিতে আট ইঞ্চির বেশি পর্যন্ত তুষারপাত হতে পারে।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে ১৯৮৯ সালের পর প্রথমবারের মতো তুষারঝড় সতর্কতা জারি করেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। পাহাড়ি এলাকাগুলোতে ২ থেকে ৫ ফিট তুষার ঝড়তে পারে, আর বাতাস বয়ে যেতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন