লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী ঝড় শনিবার (২৫ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে। এই বৈরি আবহাওয়ায় তাপমাত্রা অনেক কমে এসেছে, বৃষ্টি ও তুষারপাত হয়েছে।
এছাড়া লস এঞ্জেলেস কাউন্টিতে রাত ১০টা পর্যন্ত ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে। যেসব এলাকায় এই ফ্ল্যাশ ফ্লাড জারি থাকবে সেগুলো হলো বুরব্যাংক, গ্রিফিথ পার্ক, ইউনিভার্সাল সিটি, নর্থ হলিউড, পাসাডিনা, হলিউড, ডাউনটাউন লস এঞ্জেলেস, ভ্যান নুইস, বেভারলি হিলস, আলহাম্ব্রা, মাউন্ট উইলসন, এনচিনো, নর্থরিজ, সান্তা ক্লারিতা, চ্যাটসওওর্থ, উডল্যান্ড হিলস, হুইটার, ওয়েস্ট কোভিনা, গ্লেনডোরা এবং সান দিমাস।
এদিকে লস এঞ্জেলেসে ১৯৮৯ সালের পর প্রথমবারের মতো লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির পার্বত্য এলাকায় শুক্রবার ভোর থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত তুষারঝড় সতর্কতা জারি রয়েছে।
ঢালু অঞ্চল, পাহাড়ের পাদদেশ বিশেষ করে দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলে আচমকা বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের পূর্বাভাস:
শুক্রবার রাত ৯টা ৩০ মিনিট: জোরেশোরে বৃষ্টি হবে এবং শনিবার বজ্র্যসহ বৃষ্টিপাত হবে।
শনিবার সকাল ৪টা ৩০ মিনিট: বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকবে।
১২টা: দুপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে আসবে তবে কিছু অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকবে। শনিবার রাতে উপকূল কিংবা উপত্যকা এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টি হতে পারে। আর পাহাড়ের পাদদেশে ৫ থেকে ৭ ইঞ্চি।
১১টা: বৃষ্টিপাত কমে আসলেও তুষারপাত অব্যাহত থাকবে। তবে রবিবার আকাশ অনেক পরিষ্কার থাকবে। সোমবার আবার বৃষ্টিপাত ফিরে আসবে এবং মঙ্গলবার নাগাদ নতুন ঝড়ের প্রভাব শুরু হবে।
লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টি: শনিবার লস এঞ্জেলেস কাউন্টিতে তাপমাত্রা থাকবে ৫১ ডিগ্রী ফারেনহাইট। লস এঞ্জেলেসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে ১ থেকে ২ ইঞ্চি এবং উপকূল ও উপত্যকা অঞ্চলে বৃষ্টিপাত হবে ৫ ইঞ্চি, পাহাড়ি অঞ্চলে ৭ ইঞ্চি।
উপত্যকা ও ইনল্যান্ড এম্পায়ার: শনিবার তাপমাত্রা থাকবে ৪৮ ডিগ্রী ফারেনহাইট। ৩ থেকে ৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝড়বে ও ফ্ল্যাশ ফ্লাড হতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন