লস এঞ্জেলেস থেকে ৫টি তোতাপাখি চুরি, খোঁজ চলছে
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালাবাসাস ভেটেরিনারি হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৫টি তোতাপাখি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অল অ্যানিমেল ভেটেরনারি হাসপাতালের দরজা ভেঙ্গে দুইজন মানুষ ভিতরে ঢুকছেন। প্রায় ১২টি ক্যামেরায় দেখা গেছে, ওই দুইজন সরাসরি পাখি দুইটির দিকে এগিয়ে ব্যাগে ভরে পাঁচ মিনিটের মধ্যে পালিয়ে গেছে।
ভিডিওতে পাখিদের চেঁচামেচির শব্দও পাওয়া গেছে। পাঁচটি পাখির মধ্যে তিনটি ভেটেরিনার এবং তার অফিস ম্যানেজারের। বাকি দুইটি পাখি মালিক অসুস্থ থাকায় এখানে রয়েছে। এর মধ্যে একটি তোতাপাখির বয়স ১১ বছর।
এই পাখিটির মালিক জানান, বাচ্চা বয়স থেকেই পাখিটা আমার সাথে ছিল। তার সাথে আমার দারুণ সখ্যতা রয়েছে। সে আমার পরিবারের সদস্য এবং এটা আমি সবাইকে জানাতে চাই।
তোতাপাখিগুলোর মূল্য কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। কারো কাছে এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন