ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি পেতে পারে হলিউড প্রিমিয়ার মোটেল
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের ইস্ট হলিউডের একটি পুরনো মোটেল, যা সস্তা ভাড়া ও গুগি-স্টাইলের সাইনবোর্ডের জন্য পরিচিত, সেটি শিগগিরই ঐতিহাসিক স্মারক হিসেবে স্বীকৃতি পেতে পারে।
হলিউড প্রিমিয়ার মোটেল, যা ৬৫ বছর ধরে হলিউড বুলেভার্ড ও সেরানো এভিনিউর কোণে দাঁড়িয়ে আছে, লস এঞ্জেলেস কালচারাল হেরিটেজ কমিশনের কাছে ঐতিহাসিক সাংস্কৃতিক স্মারক হিসেবে মনোনীত হয়েছে।
"যে কেউ এই এলাকায় থেকেছে, তাদের জন্য এটি একটি চেনা প্রতীক," বলেন সংরক্ষণবাদী জেমস ডাস্টোলি, যিনি মোটেলটির মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরও বলেন, "অনেকে হয়তো এর জীর্ণ সাইনবোর্ড দেখে ভাবতে পারেন এটি নতুন রঙের প্রলেপের প্রয়োজন, তবে আমি বলব—নিয়ন বাতিগুলো জ্বালিয়ে রাখুন, কিন্তু সাইনবোর্ডের মরিচাধরাটাও থাকুক।"
বনি শি, যিনি গত ৪০ বছর ধরে হলিউড প্রিমিয়ার মোটেলের মালিক, বলেন যে তিনি ভবনটির আসল চেহারা ধরে রাখতে চান।
"আমি এটি পরিবর্তন করতে চাই না," তিনি জানিয়েছেন আইউইটনেস নিউজকে। "আমি চাই এটি ১৯৬০-এর দশকের স্টাইলেই থাকুক। এভাবেই এটি টিকে থাকবে।"
মোটেলটি আগের তুলনায় অনেক পুরনো হয়ে গেলেও, এখানে রাত্রীযাপনের ভাড়া মাত্র ১০০ ডলারের কাছাকাছি, পাশাপাশি অতিথিরা সুইমিং পুল ব্যবহারের সুযোগও পান।
এছাড়া, হলিউড প্রিমিয়ার মোটেল বিভিন্ন টিভি শো, সিনেমা ও মিউজিক ভিডিওতে প্রদর্শিত হয়ে এর নিজস্ব এক অনন্য ইতিহাস গড়ে তুলেছে।
যদি মোটেলটি সাইট পরিদর্শন এবং সিটি কাউন্সিলের ভোটে অনুমোদন পায়, তবে এটি এই গ্রীষ্মেই একটি ঐতিহাসিক স্মারক হিসেবে স্বীকৃতি পেতে পারে। আর সেটাই হতে পারে মোটেলটির সবচেয়ে বড় অর্জন, যা ঠিক সময়মতো শির অবসর গ্রহণের মুহূর্তে আসবে।
"আমাকে অবসর নিতে হবে," হেসে বলেন শি। "আমি বয়স্ক... ৪০ বছর যথেষ্ট!"
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন