দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার
নিখোঁজ ১৬ বছরের কিশোরের মৃতদেহ উদ্ধার
ছবিঃ এলএবাংলাটাইমস
গত মাসে গারডেনা এলাকায় নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী কিশোর মোহাম্মদ তাহির রবিবার মৃত অবস্থায় পাওয়া গেছে, বলে পুলিশ জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) জানিয়েছে, তাহির শেষবার ফেব্রুয়ারি ২৪ তারিখে সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ ভারমন্ট এভিনিউয়ের ১৫৮০০ ব্লকে হাঁটতে দেখা গিয়েছিল।
পুলিশ জানায়, তাহির কিছু অজানা চিকিৎসাগত সমস্যায় ভুগছিলেন।
এলএপিডি রবিবার জানিয়েছে, তাহিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কোনো ফৌজদারি কাজের অভিযোগ পাওয়া যায়নি। তবে, বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন