নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
গাড়ি থেকে চুরি হয়ে গেল পোষা ইয়র্কি, মালিকের আকুতি
ছবিঃ এলএবাংলাটাইমস
একজন স্থানীয় কুকুরের মালিক জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, কারণ তার ইয়র্কশায়ার টেরিয়ার (ইয়র্কি) কুকুরটি রোল্যান্ড হাইটসে গাড়ি থেকে চুরি হয়ে গেছে।
রবিবার রাত পর্যন্ত চোর এবং ১১ বছর বয়সী ইয়র্কি ‘লেমন’-এর খোঁজ পাওয়া যায়নি।
কুকুরটির মালিক ইউ ঝু (Yue Zuo) জানান, ১৯ এপ্রিল রাতের দিকে প্লাজা অ্যাট পুয়েন্তে হিলসের কাছে একটি পার্কিং লটে তার গাড়ি ভেঙে ফেলার আগে শেষবার তিনি লেমনকে দেখেছিলেন।
ঝু বলেন, তিনি রাত ৯টার দিকে সাময়িকভাবে গাড়ি থেকে নেমেছিলেন এবং ‘ডগ মোড’ চালু অবস্থায় তার টেসলা গাড়িতে লেমনকে রেখে যান। টেসলার ওয়েবসাইট অনুযায়ী, ‘ডগ মোড’ হলো এমন একটি ফিচার, যা কুকুরের আরাম নিশ্চিত করতে গাড়ির ভেতরে তাপমাত্রা স্বাভাবিক রাখে।
কিছুক্ষণ পর ঝু ফিরে এসে দেখতে পান যে তার গাড়ির যাত্রী পাশের জানালা ভেঙে ফেলা হয়েছে এবং তার সাত পাউন্ড ওজনের পোষা লেমন নিখোঁজ। ঝুর এক বন্ধু জানায়, সন্দেহভাজন ব্যক্তি টেসলা গাড়ির কাছে আসার আগে আরও কয়েকটি গাড়ি থেকে চুরির চেষ্টা করছিল। তবে বিশেষভাবে লক্ষ্যণীয় যে, সন্দেহভাজন ব্যক্তি তিনবার টেসলার কাছে আসে, এরপর জানালা ভেঙে লেমনকে নিয়ে নিজ গাড়িতে পালিয়ে যায়। ঝু এবং তার বন্ধু বলেননি, টেসলা গাড়ি থেকে আর কিছু চুরি হয়েছে কিনা, তবে তারা জানিয়েছেন, কাছাকাছি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ঝু জানিয়েছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং সন্দেহভাজনের গাড়ির ছবি পুলিশের হাতে দিয়েছেন। তবে পুলিশ জানায়, চোরের গাড়ির নম্বরপ্লেট ছিল জাল।
ঝু এই চুরি এবং দগনাপিংয়ে (কুকুর চুরি) খুবই মর্মাহত এবং লেমনকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছেন।
লেমনের চেহারা সম্পর্কে বলা হয়েছে, তার সোনালি লম্বা লোম তিনটি গিঁটে বাঁধা থাকে মাথার ওপর, শরীরে থাকে ছোটো কালো লোম এবং পায়ে বাদামি লম্বা লোমের সঙ্গে পায়ের গোড়ালিতে লোম কামানো। সে সাধারণত একটি রূপালী রঙের ফ্লি কলার পরে থাকে।
ঝু আরও জানান, লেমনের মুখে দুর্গন্ধ রয়েছে এবং তার সামনের দাঁত নেই। সে বসতে, হাত মেলাতে পারে এবং খাবার খেতে খুব ভালোবাসে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন