২০০০ বছর পুরনো মিউজিয়ামে আইএসআইএস জঙ্গিদের তাণ্ডব
নতুন ভিডিও প্রকাশ আইএসআইএসের। শুক্রবার প্রকাশ করা আইএসআইএসের ওই ভিডিওয় দেখা যাচ্ছে ইরাকের উত্তর অঞ্চলের মোসুল শহরের ২০০০ বছর পুরনো এক মিউজিয়ামে তাণ্ডব চালাচ্ছে আইএসআইএস জঙ্গিরা।
একই সঙ্গে ওই ভিডিওয় দেখা গেছে একাধিক পুরনো ঐতিহ্যশালী মূর্তি ধ্বংস করছে তারা। কোথাও ধাক্কা দিয়ে ফেলে টুকরো টুকরো করে ভাঙ্গা হয়েছে মূর্তি। আবার কোথাও বা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে একাধিক ঐতিহ্যশালী স্থাপত্য।
এমনিতেই উত্তর ইরাকের মোসুল অঞ্চল আইএসআইএসের দখলে বেশ কিছু দিন থেকেই। একের পর এক শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর এবার এই অভিনব ভিডিও প্রকাশ করল ইসলামিক স্টেটের জঙ্গি বাহিনী।
শেয়ার করুন