ইরানে সব মসজিদ খুলে দেয়া হয়েছে
মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় আজ থেকে ইরানের সব মসজিদ সাময়িকভাবে খুলে দেয়া হচ্ছে। লকডাউন শিথিল করার পরিকল্পনা হিসেবে মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রমজানের গুরুত্বপূর্ণ তিনটি রাতকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী সোমবার দেশটির দায়িত্বশীলদের ডেকে পাঠিয়ে রমজানে কীভাবে ইবাদতের বিষয়টি নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর রাখতে বলেন।
এর আগে গত সোমবার থেকে ইরানের ১৩২ শহরে মসজিদসহ অন্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হয়েছিল।
ইরানে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে এবং সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।
দেশটিতে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিংমল বন্ধ করে দেয়া হয়।
আন্তঃনগর পরিবহনব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছিল। তবে গত সপ্তাহ থেকে শহরগুলোর মধ্যে চলাচলের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে এবং শপিংমলগুলো খুলে দেয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/এমই
News Desk
শেয়ার করুন