অতিরিক্ত ১৫’শ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র
কুখ্যাত ইসলামিক স্টেট (অাইএস) জঙ্গিদের বিরুদ্ধে লাড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে সাহায্য করার জন্য দেশটিতে অারও অতিরিক্ত ১৫’শ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব মার্কিন সৈন্য সরাসরি অাইএস বিরোধী যুদ্ধে অংশ না নিলেও তারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
শুক্রবার পেন্টাগন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরাকি সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরেই এই সেনা পাঠানো হচ্ছে বলেও জানিয়েছে পেন্টাগন।
নতুন করে পাঠানো এই অতিরিক্ত সেনাদের মধ্যে যুদ্ধ বিশেষজ্ঞের একটি দলও থাকবে। অবশ্য এরইমধ্যে শতাধিক মার্কিন সমরবিদ অাইএস বিরোধী যুদ্ধে ইরাকি বাহিনীকে পরামর্শ দিয়ে সাহায্য করছে।
শেয়ার করুন