আপডেট :

        ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল রিকশাচালকের প্রাণ

        আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

        তাপদাহের দোহায় দিয়ে এসির দাম রাখা হচ্ছে বেশি

        বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার কমিউনিটি ভিশন সেন্টার

        নাইরোবির উত্তরে একটি শহরে বাঁধ ভেঙে যাওয়ায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে

        নাইরোবির উত্তরে একটি শহরে বাঁধ ভেঙে যাওয়ায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে

        রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলে বেচাকেনা

        রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলে বেচাকেনা

        হিট‌স্ট্রো‌কে আক্রান্ত হ‌য়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ‌

        জেনে নেওয়া যাক ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

        দেশের বাজারে সোনার দাম আবারও কিছুটা কমানো হয়েছে

        ইরাকে নতুন আইন, সমকামিতার সাজা সর্বোচ্চ ১৫ বছরের জেল

        বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই!

        কৃষ্ণাঙ্গ ব্যক্তির ঘাড়ে হাঁটু গেড়ে বসে ছিল পুলিশ, পরে মৃত্যু

        ক্ষমা চাইলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী

        যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৫ জনের মৃত্যু

        গরমে আরামের তিন রেসিপি

        ছোট ছোট কিছু পদক্ষেপে সহজেই হিটস্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব

        একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

        অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মারা গেলেন আব্দুস সালাম

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

আজ বুধবার পবিত্র হজ। 'লাব্বাইক,
আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা
শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা
ওয়ান্নি'মাতা লাকা ওয়ালমুল্ক।' অর্থাৎ
'আমি হাজির, হে আল্লাহ আমি হাজির,
তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও
নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও
তোমার।' এই ধ্বনিতে আজ মুখরিত হবে
আরাফাতের ময়দান।
তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার
কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে
পাপমুক্তির আকুল বাসনায় লাখ লাখ
ধর্মপ্রাণ মুসলমান (হাজি) আজ মিনা থেকে
আরাফাতের ময়দানে সমবেত হবেন। সূর্যোদয়
থেকে সূর্যাস্ত পর্যন্ত তাঁরা থাকবেন
আরাফাতের ময়দানে।
কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক
জায়গায় বসে ইবাদত করবেন এবং হজের
খুতবা শুনবেন। মসজিদে নামিরাহ থেকে
হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড
মুফতি আবদুল আজিজ আল শাইখ। আরাফাতের
ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ।
এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত
মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ভাষণ
দিয়েছিলেন।
মক্কার ক্রেন দুর্ঘটনায় আহত হাজিদের আজ
বিশেষ মেডিক্যাল টিমসহ এয়ার
অ্যাম্বুল্যান্সে করে আরাফাতের ময়দানে
নেওয়া হবে। এ ছাড়া হজ ভিসা নিয়ে
সৌদি আরবে গিয়ে অসুস্থ হয়ে যাঁরা
হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদেরও
অ্যাম্বুল্যান্সে করে স্বল্প সময়ের জন্য
আরাফাতের ময়দানে নেওয়া হবে।
ইসলাম ধর্মের মূল পাঁচ স্তম্ভের একটি হচ্ছে
হজ। গত সোমবার সকাল থেকেই হাজিরা
এহরাম বেঁধে 'লাব্বাইক, আল্লাহুম্মা
লাব্বাইক' ধ্বনি দিয়ে পবিত্র মক্কা নগরী
থেকে মিনার উদ্দেশে রওনা দেন। এর মধ্য
দিয়েই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আজ
মিনা থেকে হাজিরা সমবেত হবেন
আরাফাতের ময়দানে। মূলত ৯ জিলহজ
আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ। আর
১২ জিলহজ শনিবার হজের আনুষ্ঠানিকতা
শেষ হবে।
আজ আরাফাতের ময়দানে খুতবার পর এক
আজানে জোহর ও আসরের নামাজ আদায়
করবেন হাজিরা। তাঁরা সূর্যাস্ত পর্যন্ত
সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে
আবারও এক আজানে মাগরিব ও এশার
নামাজ আদায় করবেন। রাতে সেখানে
অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের
প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য
প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান
থেকে। মুজদালিফায় ফজরের নামাজ আদায়
করে হাজিরা কেউ গাড়িতে, কেউ বা হেঁটে
মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে
ফিরবেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরের আগে
শয়তানের উদ্দেশে পাথর ছুড়বেন হাজিরা।
এরপর তাঁরা আল্লাহর সন্তুষ্টির আশায় পশু
কোরবানির পর মাথার চুল ন্যাড়া করে
গোসল করে এহরাম (সেলাইবিহীন দুই টুকরা
কাপড়) খুলে স্বাভাবিক পোশাক পরবেন।
পরে মিনা থেকে মক্কায় গিয়ে (মক্কা
নগরী থেকে ৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে
অবস্থিত মিনা) পবিত্র কাবা শরিফ সাতবার
তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড়
সাফা ও মারওয়ায় 'সাই' (সাতবার
দৌড়ানো) করবেন। সেখান থেকে তাঁরা
আবার মিনায় যাবেন। মিনার কাজ শেষে
আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর
নিজ নিজ দেশে ফিরবেন। যাঁরা হজের
আগে মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন।
হাজিদের নিরাপত্তাসহ যাতে কোনো
ধরনের কষ্ট না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা
নিয়েছে সৌদি সরকার। এবার এক লাখ
সেনা ও নিরাপত্তাকর্মী তিন স্তরের
নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ৪৪টি
ভাষার তিন হাজার গাইড বিভিন্ন সড়কে
রয়েছেন হাজিদের সহযোগিতা করার জন্য।
হজ চলাকালে তথ্যসেবা নিশ্চিত করতে
বিশাল আকারের ১২টি স্ক্রিন (পর্দা)
বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে, যেখানে
গুরুত্বপূর্ণ তথ্য প্রচারিত হতে থাকবে।
এবার বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশের
প্রায় ২২ লাখ মুসল্লি হজ পালন করছেন।
বাংলাদেশ থেকে হজে গেছেন এক লাখ
সাত হাজারের মতো মুসল্লি। বাংলাদেশের
ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২৮
সেপ্টেম্বর সোমবার থেকে।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন,
এবার পাঁচ হাজার শয্যাবিশিষ্ট পাঁচ
শতাধিক ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপন
করা হয়েছে হাজিদের স্বাস্থ্যসেবা
নিশ্চিত করতে। এগুলোতে সার্বক্ষণিক
দায়িত্বে রয়েছেন প্রায় ২৫ হাজার
চিকিৎসক।
সৌদি আরব হজ মিশন সূত্রে জানা গেছে, এ
পর্যন্ত ৪১ জন হাজি ইন্তেকাল করেছেন। এর
মধ্যে মক্কায় ৩৪ জন ও মদিনায় সাতজন।
এদিকে মক্কায় কোরবানির জন্য ৩০ লাখ পশু
প্রস্তুত রাখা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত