মানসিক নিপীড়নের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায়
নিহতদের অন্তত ১০ জনই ফিলিস্তনি
শিশু। সংঘাতের ভয়াবহতায় মানসিকভাবেও
মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
বৃহস্পতিবার ফিলিস্তিনের এক মানবাধিকার
সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ফিলিস্তিনের আন্তর্জাতিক শিশু
প্রতিরক্ষা অধিদফতরের এক
কর্মকর্তা জানান, এই ভূখণ্ডের সহিংসতা
প্রতিদিনই মাত্রা ছাড়াচ্ছে। আর তার
ভয়বহতা বাড়িয়ে তুলতে শিশুদেরকে
বেছে নিচ্ছে ইসরায়েলের
নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে
করে তারা মানসিকভাবেও আক্রান্ত
হচ্ছে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক
সমন্বয় বিভাগের দেওয়া তথ্য
অনুযায়ী, পশ্চিম তীর ও গাজায়
ইসরায়েলি নিরপত্তা বাহিনীর হামলায়
অক্টোবরের ৬ তারিখ থেকে ১২
তারিখ পর্যন্ত অন্তত ২০১ জন ফিলিস্তিনি
শিশু আহত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিলিস্তিনি
শিশুরা বিষণ্নতা, উদ্বেগসহ আরও নানান
মানসিক রোগে ভুগছে বলে বেশ
কিছু গবেষণায় দেখা গেছে।
শেয়ার করুন