নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
সৌদি আরবে শুক্রবার ঈদ
ছবি: এলএবাংলাটাইমস
সৌদি আরবে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তুমাইর অবজারভেটরি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন। একই দিন ঈদ পালন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।
সৌদি আরবের আকাশে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে রোজা ২৯টি হলো।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবার দেশটিতে ঈদুল ফিতর শুরু হচ্ছে শুক্রবার। দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়।
সৌদি সুপ্রিম কোর্টও শুক্রবার ঈদুল ফিতর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ।
সৌদি আরবের সঙ্গে একই দিন শুক্রবার ঈদুল ফিতর উদযাপন শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত।
ওমান ঘোষণা দিয়েছে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্ধচন্দ্র দেখার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এল এবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন