৩ হাজার ৫০০ বছরের পুরানো ‘কিউনিফর্মে’ কাঠের চেয়ার-টেবিল কেনার তথ্য!
ছবিঃ এলএবাংলাটাইমস
তুরস্কের একটি সাইটে খনন করার সময় ৩ হাজার ৫০০ বছরের পুরানো লেখা খোদাই করা 'কিউনিফর্ম' পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এটি প্রাচীন ব্রোঞ্জ যুগের শেষের দিকে জীবন কেমন ছিল, সে সম্পর্কে ধারণা দিতে পারে।
কিউনিফর্ম হলো লেখার প্রাচীনতম রূপগুলোর মধ্যে একটি। প্রাচীন মধ্যপ্রাচ্য জুড়ে এই পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। কিউনিফর্ম সুমেরীয়, আক্কাদীয় এবং মেসোপটেমিয়ার অন্যান্য প্রাচীন ভাষা লিপিবদ্ধ করেছে।
বিশ্বের প্রাচীনতম সভ্যতা বিকশিত হয়েছিল এখনকার আধুনিক ইরাকে। ওই অঞ্চলে উচ্চশিক্ষিত লিপিকাররা মাটির ফলকে নলখাগড়া ব্যবহার করে স্বতন্ত্র কীলক আকৃতির অক্ষর তৈরি করেছিলেন।
নতুন পাওয়া কিউনিফর্মটি খ্রিস্টপূর্ব ১৫ শতকের সময়কালের। ধারণা করা হচ্ছে, সম্ভবত কোনো কিছুর 'রসিদ' হিসাবে কাজ করেছিল আক্কাদীয় সময়ের এই কিউনিফর্মটি। এতে প্রচুর পরিমাণে আসবাবপত্র কেনার বর্ণনা রয়েছে।
ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ড উলি ১৯৩০-এর দশকে প্রথম আলালাখ শহরটি খনন করেন। বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাসিরিওলজির সহযোগী অধ্যাপক ড. জ্যাকব লাউইনগার বলেন, গেট সংলগ্ন একটি দুর্গে কিউনিফর্মটি আবিষ্কার করেন তিনি।
ড. জ্যাকব লাউইনগার ও জনস হপকিন্স বিভাগের 'নিকট প্রাচীন প্রাচ্য স্টাডিজ' বিভাগের ডক্টরাল শিক্ষার্থী জেইনেপ টার্কার বর্তমানে তুরস্কের মুস্তাফা কামাল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আকারের সাথে কিউনিফর্মটি অনুবাদ ও অধ্যয়ন করছেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন