আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের লড়াই চলছে। এরই মধ্যে ইসরায়েল তাদের আট সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে; আহত হয়েছেন সাতজন।

আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সদস্য। আজ বুধবার লড়াইয়ে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনিও এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইতঝাক ওস্তার। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

এরই মধ্যে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারাউন শহরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিক। নিখোঁজ আছেন একজন।

এনএনএ এই হামলাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। তারা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্রে আঘাত হেনে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। পাশাপাশি একটি ক্লিনিকও ধ্বংস করে দিয়েছে।
বার্তা সংস্থাটি এর আগে জানিয়েছিল, ভোরে ইসরায়েলি সীমান্তের কাছে দেবেল গ্রামে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চলছে। সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ‘সময় ফুরিয়ে আসছে’ বলে সতর্ক করেছেন।

গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এসব হামলার মধ্যে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই প্রথম জানাল, তাদের মাটিতে লড়াই চলছে।

এএফপির খবরে বলা হয়, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ গণমাধ্যমকে বলেন, ‘রুখে দাঁড়ানোর মাত্র শুরু হলো।’ নিজেদের সংগঠনের যোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

এদিকে লেবাননের সেনাবাহিনীও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্তরেখা লঙ্ঘন করেছে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ইসরায়েলের শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় ৪০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। তবে পরে ‘অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়’।

আজ ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালানো হবে বলে দক্ষিণ লেবাননের ২০টির বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলে। পরে আরও কিছু এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলে। এর আগের দিনও সামরিক বাহিনী স্থল অভিযান চালানো হবে বলে একই ধরনের আহ্বান জানিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত