আপডেট :

        লস এঞ্জেলেসে গর্ভবতী মার্কিন নারী আটক, প্রেমিক এখনো বন্দী

        সুপ্রিম কোর্টে টিকলো টেনেসির লিঙ্গ পরিবর্তন চিকিৎসা নিষেধাজ্ঞা

        যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 'চিরস্থায়ী ক্ষতি' হবে, আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করল ইরান

        শেয়ারের মূল্যবৃদ্ধিতে পাঁচটি কোম্পানি শীর্ষে আছে

        লস এঞ্জেলেসে ট্রাম্পের গণনির্বাসন অভিযানে যোগ দিল ন্যাশনাল গার্ড পুলিশের ইউনিট

        হেয়ারস্টাইল নিয়ে বৈষম্যের অভিযোগে In-N-Out-এর বিরুদ্ধে ৩০ লাখ ডলারের মামলা

        পিকো রিভেরায় আইসিই-এর অভিযানে জনরোষ, ব্যাপক বিক্ষোভ

        কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেবে না ভারত, ট্রাম্পকে মোদি জানালেন

        মার্কিন মাটিতে ‘ট্রাম্প ফোন’ তৈরি সম্ভব কি না, উঠছে প্রশ্ন

        জর্জিয়ায় ব্রেইন-ডেড নারীর গর্ভে শিশুর জন্ম

        ইমিগ্রেশন কোর্টে গ্রেফতার নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

        ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার দিলেন রোনালদো

        টিকটকের নিষেধাজ্ঞা ফের বাড়াচ্ছেন ট্রাম্প: তিন মাসের জন্য সময়সীমা বৃদ্ধি

        মার্কিন ইতিহাসে সর্ববৃহৎ গহনা ডাকাতি: সাতজনের বিরুদ্ধে অভিযোগ

        ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ৪০টির ও বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত

        ভেঙে ফেলা হচ্ছে মুনমুনের হাতের মুদ্রা অবয়বে নির্মিত ভাস্কর্য

        ‘কোহলি রাজা, গিল হলো রাজপুত্র’

        জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির জেলা-উপজেলায় আন্দোলন

        আমার প্রত্যেকটি ফেলে আসা সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ: জয়া আহসান

        সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আইডিএফের লড়াই চলছে। এরই মধ্যে ইসরায়েল তাদের আট সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করেছে; আহত হয়েছেন সাতজন।

আইডিএফ জানায়, নিহত সেনাদের মধ্যে চারজন ইগোজ ইউনিটের সদস্য। আজ বুধবার লড়াইয়ে প্রথম যে ইসরায়েলি সেনা নিহত হন, তিনিও এই ইউনিটেরই একজন ক্যাপ্টেন। ২২ বছর বয়সী ক্যাপ্টেনের নাম ইতান ইতঝাক ওস্তার। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

এরই মধ্যে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এইতারাউন শহরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শহরের বাসিন্দা ও ইসলামিক হেলথ অথরিটির প্যারামেডিক। নিখোঁজ আছেন একজন।

এনএনএ এই হামলাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে। তারা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ইসলামিক হেলথ অথরিটি কেন্দ্রে আঘাত হেনে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। পাশাপাশি একটি ক্লিনিকও ধ্বংস করে দিয়েছে।
বার্তা সংস্থাটি এর আগে জানিয়েছিল, ভোরে ইসরায়েলি সীমান্তের কাছে দেবেল গ্রামে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চলছে। সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ‘সময় ফুরিয়ে আসছে’ বলে সতর্ক করেছেন।

গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এসব হামলার মধ্যে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এই প্রথম জানাল, তাদের মাটিতে লড়াই চলছে।

এএফপির খবরে বলা হয়, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ গণমাধ্যমকে বলেন, ‘রুখে দাঁড়ানোর মাত্র শুরু হলো।’ নিজেদের সংগঠনের যোদ্ধাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণে সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

এদিকে লেবাননের সেনাবাহিনীও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্তরেখা লঙ্ঘন করেছে। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ইসরায়েলের শত্রু বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় ৪০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। তবে পরে ‘অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়’।

আজ ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালানো হবে বলে দক্ষিণ লেবাননের ২০টির বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের সরে যেতে বলে। পরে আরও কিছু এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলে। এর আগের দিনও সামরিক বাহিনী স্থল অভিযান চালানো হবে বলে একই ধরনের আহ্বান জানিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম


শেয়ার করুন

পাঠকের মতামত