আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ও হামাসের

ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ও হামাসের

ছবিঃ এলএবাংলাটাইমস

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। গতকাল সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছেন ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েলজুড়ে সতর্কসংকেত বাজতে শোনা যায়। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাঁরা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ।

হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি-১ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হাইফার থেকে ৬৫ কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

গতকাল জাল আল-আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এ ছাড়া উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা।

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক বছর পূর্ণ হয়েছে গতকাল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম।

তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস। গত আগস্টের পর গতকাল ইসরায়েলের কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তারা।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল নির্বিচার হামলা চালিয়ে গাজার বেসামরিক মানুষকে হত্যা করছে। ইসরায়েলের হামলার মুখে গাজার উদ্বাস্তু ফিলিস্তিনিরা এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। ইসরায়েলের এ হত্যাযজ্ঞের প্রতিবাদে তাদের যে লড়াই চলছে, তেল আবিবে হামলা তারই অংশ।

গতকাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের ফার ভেরাদিম শহরেও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত, নির আমসহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা।

গতকাল তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবে দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালান তাঁরা। পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের এলিয়াত শহরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছেন হুতি যোদ্ধারা।

গাজায় বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই হাসপাতাল ‘যুদ্ধ পরিচালনার ঘাঁটি’ হিসেবে ব্যবহার করে আসছে হামাস।

এর আগে গত রোববার রাতে দেইর-এল-বালাহর সাহদা আল-আকসা মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হন। উদ্বাস্তু বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

গতকাল গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার অল্প কিছু আগে ওই এলাকায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই হামলা শুরু হয়।

গতকাল হাজার বির আন–নাজা, বেহিত লাহিয়া, খিরবেত আল–আদাস, গাজা সিটি ও জেইতুন শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গতকাল উপত্যকার বিভিন্ন এলাকায় স্থল হামলা করেন ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার অন্তত ৪১ হাজার ৯০৯ ফিলিস্তিনি নিহত হলেন। এ ছাড়া একই সময়ে আহত হয়েছেন অন্তত ৯৭ হাজার ৩০৩ জন। তবে বিশ্লেষকদের শঙ্কা, হতাহতের এই সংখ্যা আরও অনেক বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত