আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

দুবাইয়ের প্যারেডে উড়বে বাংলাদেশের পতাকা

দুবাইয়ের প্যারেডে উড়বে বাংলাদেশের পতাকা

আমিরাতের জাতীয় দিবস

বাংলাদেশের পক্ষে প্যারেডে অংশ নেবে লাল, সবুজ আর শাদা রংয়ের পাজামা পাঞ্জাবি পরা ছেলেদের দল, বাসন্তী ও বৈশাখী সাজে মেয়েদের দল। হাতে থাকবে দোয়েল, শাপলা প্রতীক সহ প্রাণ প্রিয় বাংলাদেশের পতাকা ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা। লাজুক বর, পালকিতে নববধূ, সাথে নৃত্যরত সখীরা, ঢোল বাদক, বংশী বাদক সহ একঝাঁক প্রবাসী বাংলাদেশিদের প্যারেড মাঠে সুশৃঙ্খল ভাবে হেটে যেতে দেখা যাবে।

দুবাইয়ের ডাউন টাউন এ প্রতি বছর আমিরাতের জাতীয় দিবসে একটি গ্র্যান্ড প্যারেড অনুষ্ঠিত হয়। যেখানে আমিরাত সহ সেদেশে বসবাসকারী প্রবাসী জনগণ নিজ নিজ দেশের পক্ষে প্যারেডে অংশ নিয়ে আপন সংস্কৃতিকে তুলে ধরে। এতে প্রতিবছরই প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়।
এই প্যারেডে প্রথম বারের মতো অংশগ্রহণের সুযোগ পেলো বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এবারের প্যারেডে অংশ নেবে আরো ৪৩টি দেশ। বাংলাদেশের পক্ষ থেকে প্রায় দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির প্রতিনিধিত্ব করে ইতিহাসে নাম লিখাতে প্রস্তুতি ও যাবতীয় অনুশীলনে নিয়ে ব্যস্ত দু'শত প্রবাসী বাংলাদেশি। প্যারেড এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আমিরাতের সরকারের কাছে তুলে ধরার এটিই অসাধারণ প্লাটফর্ম হিসেবে দেখছেন বাংলাদেশি উদ্যোক্ত ও পরিচালকরা।
গত ৪ বছরই নিজেদের জাতীয় দিবসে এমন আয়োজন করে আসছিলো সংযুক্ত আরব আমিরাত। এবার প্যারেড অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।
মূলত সংযুক্ত আরব আমিরাতের ৪৩ তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকে আরও দৃঢ় করতেই এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। তাই পুরো দমে চলছে প্রস্তুতি আর অংশগ্রহণকারীদের অনুশীলন। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনের কর্মশালা ও অনুশীলন ছিলো দুবাই ক্রিক পার্কে। এতে অংশগ্রহণ করেন প্রায় এক'শ পঞ্চাশ জন প্রবাসী বাংলাদেশি।
প্যারেডের উদ্যোক্তা ও পরিচালকদের একজন প্রকৌশলী আহমেদ ইখতিয়ার পাবেল বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে বলেন, 'চাইলেই বাংলাদেশিরা যে একটি ভাল কাজ উপহার দিতে পারে সেটি আরো একবার দুবাইতে প্রমাণ দিতে প্রস্তুত প্রবাসীরা।'
প্যারেডে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে পাবেল বাংলাদেশ প্রতিদিনকে জানান, 'আমরা আশা করছি বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির কিছু অংশবিশেষ দুবাইয়ের সরকারের কাছে তুলে ধরতে পারবো। যে হারে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা পাচ্ছি, এতে করে ভাল কিছু উপহার দেয়া আমাদের দ্বারাই সম্ভব। নিজেদের মধ্যে শৃঙ্খলা ও মনে সাহস রাখলে এতো বড় মাঠেও আমরা সফল প্যারেড উপহার দিতে পারবো।'
তিনি জানান, 'ইউনিক ডিজাইন হবে আমাদের। লাল, সবুজ আর শাদা পাঞ্জাবি পরিহিত থাকে ছেলেরা আর মেয়েদের থাকবে বৈশাখী ও বাসন্তী শাড়ি। সবার হাতে বিভিন্ন আল্পনা করা বেলুন আর বাংলাদেশ ও আমিরাতে পতাকা থাকবে। এই প্রথম বারের মতো আমিরাতের জাতীয় দিবসে বাংলাদেশের পতাকা উড়ানো সুযোগ পাওয়া সত্যিই আমাদের জন্য গর্বিত অর্জন।'
অনুশীলনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহন দেখে প্যারেডের উদ্যোক্তারা বলছেন, 'প্রবাসী বাংলাদেশিদের থেকে অসাধারণ, অকল্পনীয়, অনন্য দেশপ্রেমের দৃষ্টান্ত পেলাম। আমরা প্রবাসীরা দেশ কে কতটা পছন্দ করি, কতটা বাংলাদেশিজম আমাদের হূদয়ে ধারণ করা তারই উজ্জ্বল রংধনু হয়ে আমাদের রাঙ্গিয়ে গেলো এই অনুশীলন পর্ব।'
প্যারেড পরিচালনার দায়িত্বে পাবেল ছাড়াও রয়েছেন আরো একজন প্রকেৌশলী। নাম চেৌধুরী মাহির ফারহান। এছাড়া পরিচালকদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন স্যোশাল ক্লাব দুবাইয়ের সভাপতি নওশের আলী ও প্রকেৌশলী মঈনুল।

শেয়ার করুন

পাঠকের মতামত