আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

        যুক্তরাষ্ট্রে অগ্নিসংঘর্ষে নিহত চারজন

        পিআর প্রক্রিয়া নিয়ে উচ্চকক্ষে একমত হওয়ার চেষ্টা

        শাহরুখ খানের ফিটনেস রহস্য: দিনে চারবার খাবার

        ইয়ামালের সমর্থনে এমবাপ্পের বক্তব্য: ‘১৮ বছরের শিশু’

        বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

দুবাইয়ের প্যারেডে উড়বে বাংলাদেশের পতাকা

দুবাইয়ের প্যারেডে উড়বে বাংলাদেশের পতাকা

আমিরাতের জাতীয় দিবস

বাংলাদেশের পক্ষে প্যারেডে অংশ নেবে লাল, সবুজ আর শাদা রংয়ের পাজামা পাঞ্জাবি পরা ছেলেদের দল, বাসন্তী ও বৈশাখী সাজে মেয়েদের দল। হাতে থাকবে দোয়েল, শাপলা প্রতীক সহ প্রাণ প্রিয় বাংলাদেশের পতাকা ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা। লাজুক বর, পালকিতে নববধূ, সাথে নৃত্যরত সখীরা, ঢোল বাদক, বংশী বাদক সহ একঝাঁক প্রবাসী বাংলাদেশিদের প্যারেড মাঠে সুশৃঙ্খল ভাবে হেটে যেতে দেখা যাবে।

দুবাইয়ের ডাউন টাউন এ প্রতি বছর আমিরাতের জাতীয় দিবসে একটি গ্র্যান্ড প্যারেড অনুষ্ঠিত হয়। যেখানে আমিরাত সহ সেদেশে বসবাসকারী প্রবাসী জনগণ নিজ নিজ দেশের পক্ষে প্যারেডে অংশ নিয়ে আপন সংস্কৃতিকে তুলে ধরে। এতে প্রতিবছরই প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়।
এই প্যারেডে প্রথম বারের মতো অংশগ্রহণের সুযোগ পেলো বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এবারের প্যারেডে অংশ নেবে আরো ৪৩টি দেশ। বাংলাদেশের পক্ষ থেকে প্রায় দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির প্রতিনিধিত্ব করে ইতিহাসে নাম লিখাতে প্রস্তুতি ও যাবতীয় অনুশীলনে নিয়ে ব্যস্ত দু'শত প্রবাসী বাংলাদেশি। প্যারেড এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আমিরাতের সরকারের কাছে তুলে ধরার এটিই অসাধারণ প্লাটফর্ম হিসেবে দেখছেন বাংলাদেশি উদ্যোক্ত ও পরিচালকরা।
গত ৪ বছরই নিজেদের জাতীয় দিবসে এমন আয়োজন করে আসছিলো সংযুক্ত আরব আমিরাত। এবার প্যারেড অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।
মূলত সংযুক্ত আরব আমিরাতের ৪৩ তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকে আরও দৃঢ় করতেই এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। তাই পুরো দমে চলছে প্রস্তুতি আর অংশগ্রহণকারীদের অনুশীলন। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনের কর্মশালা ও অনুশীলন ছিলো দুবাই ক্রিক পার্কে। এতে অংশগ্রহণ করেন প্রায় এক'শ পঞ্চাশ জন প্রবাসী বাংলাদেশি।
প্যারেডের উদ্যোক্তা ও পরিচালকদের একজন প্রকৌশলী আহমেদ ইখতিয়ার পাবেল বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে বলেন, 'চাইলেই বাংলাদেশিরা যে একটি ভাল কাজ উপহার দিতে পারে সেটি আরো একবার দুবাইতে প্রমাণ দিতে প্রস্তুত প্রবাসীরা।'
প্যারেডে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করে পাবেল বাংলাদেশ প্রতিদিনকে জানান, 'আমরা আশা করছি বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির কিছু অংশবিশেষ দুবাইয়ের সরকারের কাছে তুলে ধরতে পারবো। যে হারে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা পাচ্ছি, এতে করে ভাল কিছু উপহার দেয়া আমাদের দ্বারাই সম্ভব। নিজেদের মধ্যে শৃঙ্খলা ও মনে সাহস রাখলে এতো বড় মাঠেও আমরা সফল প্যারেড উপহার দিতে পারবো।'
তিনি জানান, 'ইউনিক ডিজাইন হবে আমাদের। লাল, সবুজ আর শাদা পাঞ্জাবি পরিহিত থাকে ছেলেরা আর মেয়েদের থাকবে বৈশাখী ও বাসন্তী শাড়ি। সবার হাতে বিভিন্ন আল্পনা করা বেলুন আর বাংলাদেশ ও আমিরাতে পতাকা থাকবে। এই প্রথম বারের মতো আমিরাতের জাতীয় দিবসে বাংলাদেশের পতাকা উড়ানো সুযোগ পাওয়া সত্যিই আমাদের জন্য গর্বিত অর্জন।'
অনুশীলনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহন দেখে প্যারেডের উদ্যোক্তারা বলছেন, 'প্রবাসী বাংলাদেশিদের থেকে অসাধারণ, অকল্পনীয়, অনন্য দেশপ্রেমের দৃষ্টান্ত পেলাম। আমরা প্রবাসীরা দেশ কে কতটা পছন্দ করি, কতটা বাংলাদেশিজম আমাদের হূদয়ে ধারণ করা তারই উজ্জ্বল রংধনু হয়ে আমাদের রাঙ্গিয়ে গেলো এই অনুশীলন পর্ব।'
প্যারেড পরিচালনার দায়িত্বে পাবেল ছাড়াও রয়েছেন আরো একজন প্রকেৌশলী। নাম চেৌধুরী মাহির ফারহান। এছাড়া পরিচালকদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন স্যোশাল ক্লাব দুবাইয়ের সভাপতি নওশের আলী ও প্রকেৌশলী মঈনুল।

শেয়ার করুন

পাঠকের মতামত