ইরানে মিলল নতুন সোনার খনি
নতুন একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে ইরানে। ৫ম নং আবিষ্কৃত হওয়া এ সোনার খনিটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ প্রদেশে অবস্থিত।ইরানের শিল্প, খনি ও বাণিজ্য সংস্থার প্রাদেশিক প্রধান রাজিয়েহ আলী রেজায়ি গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।নতুন এ সোনার খনির অবস্থান হচ্ছে মাশহাদ প্রদেশের রাজধানী থেকে ২১৭ কিলোমিটার দক্ষিণে কাশমার শহরের কাছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন এ খনিতে ৮৮৯ হাজার টন স্বর্ণপাথর রয়েছে।
খনিটি আবিষ্কারের জন্য ইরান স্থানীয় মুদ্রায় ১৪০ কোটি রিয়াল খরচ করেছে। শিগগিরি সেখান থেকে উৎপাদনের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
News Desk
শেয়ার করুন