ট্রাম্পের পোস্ট মুছে দিলো ফেসবুক, বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ
ছবি: এলএবাংলাটাইমস
করোনাভাইরাসকে 'হালকা ব্যধি' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ফেসবুক পোস্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকের মুখপাত্র এন্ডি স্টোন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত পোস্ট দিয়েছেন। তাই সেই পোস্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে লিখেন, করোনাভাইরাস সাধারণ ফ্লু এর থেকেও অনেক হালকা ব্যধি। সাধারণ ফ্লু করোনাভাইরাসের থেকে বেশি প্রাণঘাতী।
এই একই ধরণের পোস্ট টুইটারেও শেয়ার করেছেন প্রেসিডেন্ট। তবে সেটি এখনো টুইটার কর্তৃপক্ষ সরায়নি। তাছাড়া এই পোস্টের বিষয়ে কোনো মন্তব্যও করেনি টুইটার।
এর আগে গত আগস্টেও ডোনাল্ড ট্রাম্পের একটি ফেসবুক পোস্ট মুছে দিয়েছিলো ফেসবুক। ফক্স নিউজের সাথে এক ইন্টারভিউ এর ট্রাম্প বলেছিলেন, বাচ্চাদের করোনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আগস্টেই সেটি মুছে দিয়েছিলো ফেসবুক।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন