সকল রাজ্যের ফল প্রত্যয়ন শেষ
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যয়ন সমাপ্ত করেছে। আগামী সোমবার ইলেক্টরদের আলোচনার পর ইলেক্টোরাল কলেজ চূড়ান্ত হবে।
সর্বশেষ রাজ্য হিসেবে ওয়েস্ট ভার্জিনিয়া তাদের ফল প্রত্যয়ন করে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের প্রয়োজন হয়। ২০২০ সালের নির্বাচনের পর্যবেক্ষণ অনুযায়ী, বাইডেন পেতে যাচ্ছেন ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২৩২ ইলেক্টোরাল কলেজ ভোট।
ফলাফল অনুযায়ী জো বাইডেন ২০২০ নির্বাচনে জয়ী হলেও ইলেক্টোরাল কলেজের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আসন্ন সোমবার নির্বাচিত ইলেক্টররা আলোচনায় বসবে। এরপর নির্বাচিত ইলেক্টররা ভোটাভুটিতে অংশগ্রহণ করবে। পরে জানুয়ারির ৬ তারিখ কংগ্রেসে যৌথ সম্মেলনে ভোট গণনা করা হবে।
তবে এখন পর্যন্ত জো বাইডেনের বিজয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতি এবং ভোট কারচুপির অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের করে ট্রাম্প শিবির। বেশিরভাগ মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে গেলেও এখনো বেশকিছু মামলা ঝুলে রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন