১৪০০ ডলার স্টিমুলাস চেক: না পেলে করণীয় কী?
ছবি: এলএবাংলাটাইমস
১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজে গত বৃহস্পতিবার সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের সই এর পরেই প্রণোদনার অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আইআরএস শুক্রবার (১২ মার্চ) জানায়, এই সপ্তাহের শেষেই বাসিন্দাদের কাছে স্টিমুলাস চেকের অর্থ পৌঁছানোর কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে।
স্টিমুলাস চেকের আওতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাসিন্দা ১৪০০ ডলার করে ভাতা পেতে যাচ্ছেন। প্রথমধাপে ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে বাসিন্দাদের একাউন্টে অর্থ প্রদান করা হবে। ডিরেক্ট ডিপোজিট এর মাধ্যমে কমপক্ষে ১৫৯ মিলিয়ন পেমেন্ট প্রদান করা হবে।
ইলেকট্রনিক চেকের মাধ্যমে যতো বেশি সম্ভব বাসিন্দাকে অর্থ প্রদানের চেষ্টা করছে আইআরএস। বাকিদের পেপার চেক বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে।
তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় বেশিরভাগ মার্কিনী ১৪০০ ডলার করে ভাতা পাবেন। বিবাহিতরা পাবেন ২৪০০ ডলার। যদি পরিবারে কোনো শিশু সন্তান বা পোষ্য থাকে, তবে তারাও ১৪০০ ডলার করে ভাতা পাবেন। মোট কথা, যদি কোনো পরিবারের ৪ জন সদস্য থাকে, তবে তারা পাবে একত্রে ৫ হাজার ৬০০ ডলার।
তবে আপনি যদি কাঙ্ক্ষিত সময়ে স্টিমুলাস চেকের অর্থ না পেয়ে থাকেন কিংবা কম পান, তবে হতেও পারে আপনি নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতা থেকে বাদ পড়েছেন।
করণীয় কী?
'গেট মাই প্যামেন্ট' সাইটে চোখ রাখুন: আগামী সোমবার থেকে 'আইআরএস গেট মাই প্যামেন্ট' ওয়েবসাইটে তৃতীয় পেমেন্টের আপডেট সম্পর্কে জানা যাবে। পেমেন্টের সার্বিক স্ট্যাটাস জানতে নিয়মিত ওয়েবসাইটে চোখ বুলাতে হবে।
২০২০ সালের ট্যাক্স রিটার্ন দাখিল: সাম্প্রতিক সময়ে আপনি যে সালের ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন, সে বছরের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে আপনাকে ১৪০০ ডলার স্টিমুলাস চেক প্রদান করা হবে। সেটি ২০১৯ বা ২০২০ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করেও হতে পারে।
যদি আইআরএসে ২০২০ সালের ট্যাক্স রিটার্ন দাখিল করা হয়, তবে সেটির উপর ভিত্তি করেই স্টিমুলাস চেক দেওয়া হবে৷
২০২০ সালের ট্যাক্স রিটার্ন দাখিল করার নানাবিধ সুবিধা রয়েছে। যদি ২০২০ সালে আয় কমে যায় তবে স্টিমুলাস চেকের অর্থের পরিমাণ বেশি হতে পারে।
এছাড়া আরো বেশকিছু সুবিধা আছে। প্রথমত, রিটার্ন ট্যাক্স দাখিলের সময় ডিরেক্ট ডিপোজিটের তথ্য আপডেট করার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত, রিটার্ন ট্যাক্স দাখিলের সময় গত দুই প্রণোদনা প্যাকেজের আরো অর্থ পাওয়া বাকি আছে কী না, সেটি জানা যাবে৷ এছাড়া চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ইনকাম ট্যাক্স ক্রেডিট বা অন্যান্য ট্যাক্স সুবিধা পাওয়া যাবে কী না, সেটিও জানা যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন