ভেনেজুয়েলা থেকে তেল কিনলে ২৫% শুল্ক দিতে হবে: ট্রাম্প
ছবিঃ এলএবাংলাটাইমস
সোমবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ ভেনেজুয়েলা থেকে তেল কিনলে তাদের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ এক পোস্টে লিখেছেন, "ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র ও আমাদের মুক্তির আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করছে। তাই যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল বা গ্যাস কেনে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বাণিজ্যের ওপর তাদের ২৫% শুল্ক পরিশোধ করতে হবে।"
ট্রাম্পের অভিযোগ ও শুল্কনীতি
তিনি দাবি করেছেন, যদিও এর কোনো প্রমাণ দেননি, যে ভেনেজুয়েলা "ইচ্ছাকৃতভাবে এবং প্রতারণামূলকভাবে" অপরাধীদের, বিশেষ করে ট্রেন দে আরাগুয়া (Tren de Aragua) নামক কুখ্যাত গ্যাং-এর সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।
এই ঘোষণার আগে ট্রাম্প তাঁর পূর্বঘোষিত কিছু শুল্ক আরোপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে ওষুধ, গাড়ি ও কাঠ আমদানির ওপর ২৫% শুল্ক আরোপের পরিকল্পনাও ছিল, যা এপ্রিলের ২ তারিখ কার্যকর হওয়ার কথা ছিল। একই দিনে তিনি অন্যান্য দেশগুলোর জন্য "পারস্পরিক শুল্ক" (reciprocal tariffs) ঘোষণা করবেন, যাকে তিনি "মুক্তির দিন" (Liberation Day) হিসেবে উল্লেখ করেছেন।
তবে ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকির পরও সোমবার মার্কিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল এবং বিনিয়োগকারীরা এতে খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি।
ভেনেজুয়েলার তেল আমদানি ও মার্কিন বাজার
যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের বাণিজ্য তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভেনেজুয়েলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিদেশি তেল সরবরাহকারী দেশ। সে বছর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের তেল ও গ্যাস আমদানি করেছিল।
তবে যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশি তেল সরবরাহকারী দেশ হলো কানাডা। ২০২৪ সালে কানাডা থেকে ১০৬ বিলিয়ন ডলার মূল্যের তেল ও গ্যাস আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির মোট আমদানির ৬০%। বিপরীতে, ভেনেজুয়েলার আমদানির পরিমাণ ছিল মাত্র ৩%।
ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে কী প্রভাব পড়বে, তা এখনো পরিষ্কার নয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন