আপডেট :

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির 'ভালো সম্ভাবনা' রয়েছে: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির 'ভালো সম্ভাবনা' রয়েছে: জেডি ভ্যান্স

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হওয়ার "ভালো সম্ভাবনা" রয়েছে, এমন সময় যখন ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলছে।

সোমবার UnHerd ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, "আমরা কিয়ার স্টারমারের সরকারের সঙ্গে খুব মনোযোগের সঙ্গে কাজ করছি।"

উল্লেখ্য, গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ১০% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বহু দীর্ঘদিনের মিত্র দেশও রয়েছে। এই "লিবারেশন ডে" ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ারবাজারে ব্যাপক ধস নামে এবং ট্রিলিয়ন ডলারের বেশি মূল্য হারায় মার্কিন বাজার।

তবে যুক্তরাজ্য সরকার সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কেবল শুল্ক কমানো নয়, এই চুক্তিতে পণ্য ও সেবার বাণিজ্য নিয়েও বিস্তৃত আলোচনা চলছে।

ভ্যান্স বলেন, যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় সহজ হবে, কারণ দুই দেশের মধ্যে "আরও পারস্পরিক সম্পর্ক" বিদ্যমান। তিনি জার্মানিকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন, যাদের আমদানি যুক্তরাষ্ট্রে অনেক বেশি হলেও মার্কিন পণ্যের ক্ষেত্রে তারা কঠোর নীতিমালা মেনে চলে।

যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা মন্ত্রী সারাহ জোন্স ভ্যান্সের মন্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাজ্য বর্তমানে একটি "ভালো অবস্থানে" রয়েছে। তিনি বিবিসি ব্রেকফাস্টে জানান, আলোচনা চলছে, তবে নির্দিষ্ট সময়সীমা বলতে পারেননি।

তিনি আরও বলেন, "কেউই শুল্ক বা বাণিজ্য যুদ্ধ চায় না। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তি চাই—যেটা আমাদের দেশে কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে।"

এদিকে, লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি সতর্ক করে বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তি অনেক সুবিধা আনতে পারে, তবে ট্রাম্প একজন অবিশ্বাসযোগ্য অংশীদার, যিনি যেকোনো সময় চুক্তি ভাঙেন। তিনি এবং তার সহকারি জেডি ভ্যান্স যেন যুক্তরাজ্যকে খারাপ কোনো চুক্তিতে বাধ্য করতে না পারেন।"

ভ্যান্স স্বীকার করেন, নতুন বাণিজ্যিক নীতি বাস্তবায়নের ফলে বাজারে অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই দীর্ঘমেয়াদি কৌশলে অটল রয়েছেন বলে জানান তিনি।

ভ্যান্স বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে, সামগ্রিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো।"

সাক্ষাৎকারে ইউরোপ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ভ্যান্স। তিনি বলেন, “আমি ইউরোপীয় জনগণকে ভালোবাসি। আমেরিকার সংস্কৃতিকে ইউরোপীয় সংস্কৃতি থেকে আলাদা করে দেখা সম্ভব নয়।”

তিনি ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন, "এটা ইউরোপ কিংবা আমেরিকার কারোই স্বার্থে নয় যে ইউরোপ চিরকাল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভরশীল হয়ে থাকবে। ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে।"

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার জন্য দুই পক্ষকেই বুঝতে হবে। "এর মানে এই নয় যে আপনি রাশিয়ার অবস্থানকে নৈতিকভাবে সমর্থন করছেন," বলেন ভ্যান্স, "তবে শান্তি আনতে হলে উভয় পক্ষের চাওয়া-পাওয়ার বিষয়টি বুঝতে হবে।"

উল্লেখ্য, রবিবার রাশিয়া ইউক্রেনে এ বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায়, যাতে অন্তত ৩৫ জন নিহত হয়। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানান, শান্তিচুক্তি হওয়ার আগে যেন তিনি ইউক্রেন সফর করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত