আপডেট :

        বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

        সংবাদ সম্মেলনে ফেডারেল এজেন্ট মোতায়েন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিউসমের

        ক্যালিফোর্নিয়ায় পানির নিচ থেকে নিখোঁজ মা ও শিশুর মরদেহ উদ্ধার

        ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে তিন রিপাবলিকান অঙ্গরাজ্য

        হারিকেন এরিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে, আকারে বড় হচ্ছে ঝড়

        আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

        সান বার্নার্ডিনোতে অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টের গুলি

        এয়ার কানাডার ফ্লাইট রবিবার থেকে চালু

        দেশে ফেরার সম্ভাবনা শেষ! সাকিবের ভবিষ্যৎ অনিশ্চিত

        ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা

        প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২ কোটি আয় করল

        ওয়েব সিরিজে ‘ছোট বাদশা’ আরিয়ান খান, বাবার ভঙ্গিতেই ডেবিউ

        ইয়েমেনের রাজধানীতে বিস্ফোরণ: ইসরায়েলের হামলায় বিদ্যুৎকেন্দ্রে আগুন

        বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেনের রাজধানীর কাছে বিদ্যুৎকেন্দ্রে

        সর্বশেষ অবস্থান কী মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের?

        ভারতীয়রা ‘বাংলাদেশ সীমান্তবর্তী’ এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন

        নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন: রিজওয়ানা

        বাংলাদেশের মেয়েদের নজর ভুটানের শিরোপাতে

        শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্তে লিগ্যাল নোটিশ দুদককে

        অরেঞ্জ কাউন্টিতে ১ লাখ ডলারের চুরি করা মালামালসহ নারী গ্রেপ্তার

চীনা জাহাজের ওপর বন্দর ফি আরোপের পরিকল্পনা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

চীনা জাহাজের ওপর বন্দর ফি আরোপের পরিকল্পনা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনা জাহাজের ওপর বন্দর ফি আরোপের পরিকল্পনা প্রকাশ করেছে, যার লক্ষ্য দেশটির জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) দপ্তর জানিয়েছে, এই ফি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে এবং ধীরে ধীরে তা বাড়ানো হবে। ফেব্রুয়ারিতে প্রস্তাবিত এক পরিকল্পনায় প্রতিটি চীনা জাহাজের জন্য আমেরিকান বন্দরে ঢোকার ফি $১.৫ মিলিয়ন পর্যন্ত করার কথা বলা হলেও, নতুন পরিকল্পনাটি তুলনামূলকভাবে নমনীয়।

USTR এক বিবৃতিতে জানায়, “চীন ইতোমধ্যে জাহাজ শিল্পে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যা মার্কিন কোম্পানি, শ্রমিক ও অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।”

নতুন নীতিমালায় বলা হয়েছে, চীনা মালিকানাধীন বা চীনে নির্মিত জাহাজগুলোর ওপর ফি আরোপ করা হবে তাদের বহন করা পণ্যের ওজন, কন্টেইনার সংখ্যা বা গাড়ির ভিত্তিতে।

বাল্ক জাহাজ: প্রতি টন কার্গোতে প্রাথমিক ফি হবে $৫০, যা প্রতি বছর $৩০ করে বাড়বে আগামী তিন বছরে।

চীনা নির্মিত জাহাজ: প্রতি টনে $১৮ বা প্রতি কন্টেইনারে $১২০ ফি নির্ধারিত হয়েছে, যা একইভাবে তিন বছরে বাড়বে।

যেসব জাহাজ গাড়ি পরিবহন করে: অ-মার্কিন নির্মিত জাহাজ হলে প্রতি গাড়ির জন্য ফি হবে $১৫০।

এই ফি প্রতি ভ্রমণে একবারই আরোপিত হবে এবং বছরে সর্বোচ্চ পাঁচবার নেওয়া যাবে।

USTR জানিয়েছে, চীনা নির্মিত জাহাজের সংখ্যা বা ভবিষ্যৎ অর্ডারের উপর ভিত্তি করে ফি আরোপের আগের প্রস্তাব বাতিল করা হয়েছে। এছাড়া, খালি জাহাজ যেগুলো মার্কিন বন্দর থেকে কয়লা বা শস্য পরিবহনের জন্য আসে, সেগুলো এই ফি থেকে অব্যাহতি পাবে।

যেসব জাহাজ এই ফি থেকে ছাড় পাবে:

আমেরিকান বন্দরগুলোর মধ্যে বা সেখান থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন অঞ্চলগুলোতে যাতায়াতকারী জাহাজ।

মার্কিন ও কানাডিয়ান জাহাজ যা গ্রেট লেকস অঞ্চলের বন্দরে আসে।

USTR আরও জানিয়েছে, তিন বছর পর দ্বিতীয় ধাপে তরল প্রাকৃতিক গ্যাস (LNG) বহনকারী মার্কিন নির্মিত জাহাজগুলোর পক্ষে পদক্ষেপ নেওয়া হবে, যা পরবর্তী ২২ বছরে ধীরে ধীরে কার্যকর হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন বিশ্ববাণিজ্য ইতোমধ্যে ট্রাম্পের শুল্কনীতির কারণে ব্যাহত হচ্ছে। এক বাণিজ্য গোষ্ঠীর মতে, চীনের পণ্যবোঝাই অনেক জাহাজ যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপীয় বন্দরে চলে যাচ্ছে।

চার্টার্ড ইনস্টিটিউট অব এক্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের মহাপরিচালক মার্কো ফরজিওনে জানান, যুক্তরাজ্যে বন্দরের ভিড় বিশেষভাবে ফিলিক্সস্টো বন্দর ঘিরে বেশি, আর ইউরোপে রটারডাম ও বার্সেলোনায়ও congestion দেখা দিয়েছে।

তিনি বলেন, “চীনের অনেক জাহাজ যেগুলো যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, তা এখন ইউরোপের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউরোপে চীনা পণ্যের আমদানি ১২% এবং যুক্তরাজ্যে ১৫% বৃদ্ধি পেয়েছে।”

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক পদক্ষেপ:

চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫% শুল্ক।

জুলাই পর্যন্ত অন্য দেশের ওপর ১০% হারে সাধারণ শুল্ক।

সব শুল্ক মিলিয়ে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২৪৫% শুল্ক আরোপ সম্ভব।

ব্যবসায়ীদের আশঙ্কা, এই নতুন ফি এবং শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়বে এবং সরবরাহ চেইনে বড় রকমের পরিবর্তন আসতে পারে। ইউরোপীয় ভোক্তাদের ওপর এর প্রভাব কম পড়লেও মার্কিন ভোক্তাদের জন্য এটি ব্যয়বহুল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত