এক মাসে মেট্রোরেলে চড়েছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী
ছবি: এলএবাংলাটাইমস
গত এক মাসে মেট্রোরেলে চড়েছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। এতে টিকেট বিক্রিতে আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। তারপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করেছে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী। এরমধ্যে সাপ্তাহিক বন্ধ ছিল চার দিন।
তিনি আরও বলেন, আগারগাঁও মেট্রো স্টেশন থেকে উত্তরা মেট্রো স্টেশন যেতে এখন শুধু পল্লবী মেট্রো স্টেশনে বিরতি দেওয়া হচ্ছে। এসব বিষয়গুলো আমরা দেখছি। পরবর্তী কোন কোন স্টেশনে বিরতি দেওয়া যায়, সেসব বিষয়গুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা গবেষণা করছেন।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন