মতিঝিলে ককটেলসহ ৬ শিবির নেতা আটক
রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি মেস
থেকে ১১টি ককটেলসহ শিবিরের ৬ নেতাকে
আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টায়
আরামবাগের একটি মেস থেকে তাদের আটক করা
হয়। মতিঝিল থানার এসআই শেখ মফিজুর রহমান এ
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন- মতিঝিল থানার সভাপতি আব্দুর রহমান,
সাধারণ সম্পাদক আফজাল হোসেন হিমেল, পল্টন
থানার সভাপতি মো. রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের
সভাপতি মাসুদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি
আলমগীর এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক
মো. কাইয়ুম।
এসআই মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে ১১টি ককটেলসহ তাদের আটক করা
হয়েছে।তারা নাশকতার পরিকল্পনা করেছিল।
শেয়ার করুন