আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- সমকাল
দুর্নীতির মামলায় হাজিরা দিতে সোমবার আদালতে
যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নাইকো
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ওইদিন ঢাকার
বিশেষ জজ আদালতে হাজিরা দিবেন।
বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সমকালকে বলেন,
সোমবার বিএনপি চেয়ারপারসন নিম্ন আদালতে
হাজিরা দিবেন। আদালতে তিনি জামিন আবেদন
করবেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক
সরকারের সময় খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর
তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা করে
দুদক। এরপর ২০০৮ সালের ৫ মে এ মামলায়
খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
দেওয়া হয়।
নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে
হাইকোর্টে আবেদন করা হলে ২০০৮ সালে
জুলাই মাসে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি
করেন আদালত। পরে স্থগিতাদেশের মেয়াদ
কয়েক দফা বাড়ানো হয়।
সর্বশেষ নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে
খালেদার করা আবেদন গত ১৮ জুন খারিজ করে
দেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর
থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপি
চেয়ারপারসনকে বিচারিক আদালতে
আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
শেয়ার করুন