গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ
পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল
আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মনোনয়নপত্র দাখিলের জন্য আর মাত্র একদিন সময় পাচ্ছেন দেশের ২৩৩টি পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
আগামী ৩০ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। এবার নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
News Desk
শেয়ার করুন