বাংলাদেশে আজ 'পদ্মা সেতু'র মূল কাঠামো নির্মাণ শুরু করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে বহুল আলোচিত ও বিতর্কিত
একটি মেগা নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর
মূল অবকাঠামো ও নদী শাসনের কাজের
উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
ছয় কিলোমিটারেরও বেশী দীর্ঘ এই সেতুটি
তৈরি করতে বাংলাদেশ সরকারের খরচ হবে
২৮ হাজার কোটি টাকারও বেশী।
বিশ্বব্যাংক-সহ কয়েকটি উন্নয়ন সংস্থার
অর্থায়নে একসময় এই সেতুটি নির্মিত হবার
কথা থাকলেও, ‘নির্মাণ কাজের দায়িত্ব
বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির ষড়যন্ত্রের’
অভিযোগ তুলে ২০১১ সালে এই প্রকল্পে
অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে আসে
সংস্থাগুলো।
এক পর্যায়ে দেশে বিদেশে এ নিয়ে বিস্তর
সমালোচনা ও বিতর্কের এক পর্যায়ে
আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত
নেয়, কোনও রকম বিদেশী সহায়তা ছাড়াই
সম্পূর্ণ নিজ খরচে এই মেগা-সেতুটি নির্মাণ
করার।
পরে সেই অনুযায়ী কাজও শুরু হয়ে যায়।
এরই ধারাবাহিকতা শনিবার থেকে শুরু হল মূল
সেতুর পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক
কর্মযজ্ঞ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে শেখ
হাসিনা বলেন, তিনি পদ্মা সেতু নির্মাণকে
একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন।
বিশ্বব্যাংক তাদের দুর্নীতির অভিযোগ আজ
পর্যন্ত প্রমাণ করতে পারেনি বলেও উল্লেখ
করেন প্রধানমন্ত্রী হাসিনা।
শেয়ার করুন