বাংলাদেশকে ৮ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান
ছয় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহজ
শর্তে ৮ হাজার ৬৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে
জাপানী দাতা সংস্থা জাইকা। জাপান
সরকারের ৩৬তম ওডিও ঋণ প্যাকেজের
আওতায় এ সহায়তা দেয়া হচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা
নগরে এনইসি-২ সম্মেলনকক্ষে এ চুক্তিতে
স্বাক্ষর করেন জায়কা'র কান্ট্রি
রিপ্রেজেন্টেটিভ নেকিও হেপেদা এবং
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের
(ইআরডি) সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই
ঋণের জন্য বার্ষিক সুদের হার হবে মাত্র
০.০১ শতাংশ। যা ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ
৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানে মেজবাহউদ্দিন বলেন, জাপানি এই
সহায়তা আমাদের অর্থনীতিকে উচ্চতায়
নিয়ে যাবে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে
উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের
অনেক বিনিয়োগ প্রয়োজন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপানি মুদ্রার
হিসেবে এটাই বাংলাদেশকে দেয়া
জাপানের সবচেয়ে বড় সহায়তা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর টোকিও
সফরের সময় জাপান সরকার ছয় বিলিয়ন
ডলারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই
প্রতিফলন।
শেয়ার করুন