মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান প্রধানমন্ত্রী্র
জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল বায়েরিসচার হোফের কনফারেন্স হলে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি।
এই সম্মেলনে বিশ্বের সবচেয়ে জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে পর্যালোচনার জন্য ১৯৬৩ সালে বিশ্বের নেতৃস্থানীয় ফোরাম প্রতিষ্ঠিত হয়। ফোরামটির ৬০তম বার্ষিকী উদযাপনের সময় এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনটি হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন