দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
আজ রাতের মধ্যে কোথায় ঝড় বয়ে যেতে পারে, জানা গেল কিছু জেলায়
দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, পরিস্থিতি অনুযায়ী সতর্কতা আরও জারি করা হতে পারে। ফলে নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য- মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বেড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ধারা আরও কিছুদিন চলতে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন