করোনা পরবর্তী মানসিক সমস্যায় ভোগে প্রতি ৩ জনে ১ জন: গবেষণা
ছবি: এলএবাংলাটাইমস
করোনা থেকে সেরে উঠার পর প্রতি তিনজনের মধ্যে একজন বাসিন্দা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এবং নিউরোলজিকাল উপসর্গে ভোগেন। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) লেনসেট সাইকিয়েন্ট্রি জার্নালে এই গবেষকরা এই তথ্য প্রকাশ করেন।
গবেষকরা জানান, করোনা থেকে সেরে উঠার ছয় মাসের মধ্যে অন্তত ৩৪ শতাংশ বাসিন্দা নিউরোলজিকাল বা সাইকোলজিকাল সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।
সাইকোলজিকাল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে উদ্বিগ্নতাজনিত সমস্যা। অন্তত ১৭ শতাংশ বাসিন্দাকে উদ্বিগ্নতাজনিত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ১৪ শতাংশ বাসিন্দাকে মুড ডিজঅর্ডার জনিত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে।
এইসব সমস্যাগুলো বেশি দেখা গেছে যাদেরকে করোনায় সংক্রমণের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও যাদের ঘরে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যেও এই সমস্যা দেখা দিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সাইকিয়াট্রি বিভাগের ফেলো ও গবেষণাটির সহ লেখক ম্যাক্সিম ট্যাকোয়েট বলেন, 'যাদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বেশি দেখা গেছে, তাদের বেশিরভাগই করোনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন'।
গবেষকরা বলছেন, এই ফলাফল প্রকাশিত হওয়ায় করোনা থেকে সেরে উঠার সময় এবং এর পর বাসিন্দাদের কিভাবে চিকিৎসা করতে হবে, সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ম্যাক্সিম ট্যাকোয়েট বলেন, 'আমাদের ফলাফলে দেখা গেছে, করোনা পরবর্তী মানসিক সমস্যা এবং সাইকিয়াট্রি ডিজঅর্ডার খুবই সাধারণ একটি ঘটনা। ছয় মাস পর বাসিন্দাদের মানসিক সমস্যা কী পর্যায়ে থাকে, সেটিই এখন দেখার বিষয়'।
আমেরিকার ২ লাখ ৩৬ হাজার করোনা আক্রান্ত বাসিন্দার অনলাইন তথ্য যাচাই করে এই গবেষণাটি করা হয়েছে। গবেষণায় অন্যান্য রেসপিরেটোরি ট্র্যাক ইনফেকশনের সময়কালের সাথে করোনার সময়কাল ও মানসিক স্বাস্থ্যের তারতম্য যাচাই করে দেখা হয়েছে।
গবেষকরা আরো দেখেন, যারা করোনা থেকে সেরে উঠছেন তাদের থেকে যার করোনা থেকে আগেই সেরে উঠেছেন, তাদের মধ্যে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ বেশি। এছাড়া অন্যান্য ফ্লু থেকে করোনার কারণে মানসিক সমস্যা হওয়ার পর ১৬ শতাংশ বেশি।
গবেষণায় আরো দেখে গেছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ জনের মধ্যে অন্তত ১ জনের ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। রক্ত জমাট বাঁধার পর মতিষ্কে এই স্ট্রোক হয়ে থাকে।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক 									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন