যুক্তরাষ্ট্রের হাসপাতালে তরুণ করোনা আক্রান্ত রোগী বাড়ছে
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে এবার অপেক্ষাকৃত কম বয়েসী বাসিন্দা ও তরুণদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। সম্প্রতি দেশের হাসপাতালগুলোতে তরুণ ও কম বয়েসীদের ভর্তি সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে ব্রিটেনে শনাক্ত কেন্ট স্ট্রেইন B.1.1.7 এর প্রভাব দেখা দিচ্ছে। এর কারণেই সাম্প্রতিক সংক্রমণ বেড়েছে। তরুণদেরও এই স্ট্রেইনে আক্রান্ত হতে দেখা যাচ্ছে সহজেই।
স্বাস্থ্য কর্মকর্তার বলছেন, তরুণদের মধ্যে করোনার সংক্রমণের ঝুঁকি কম হলেও তারা B.1.1.7 স্ট্রেইনে সহজেই আক্রান্ত হবে- এমন সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কেন্ট স্ট্রেইন গতানুগতিক ভাইরাসের থেকে আরো বেশি সংক্রামক ও আরো বেশি মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, গত ৭ দিনে দেশে প্রতিদিন গড়ে ৬৮ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মার্চের ১০ তারিখের পর থেকে আক্রান্তের সংখ্যাটি বেড়েছে অন্তত ২০ শতাংশ।
হোয়াইট হাউজকে দেওয়া স্বাস্থ্য বিবৃতিতে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রেচেল ওয়ালেন্সকি জানান, 'টিকাদান কর্মসূচির অগ্রগতির ফলে করোনা নিয়ন্ত্রণ ইতিবাচক ভাগে এগোচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত কম বয়েসীদের মধ্যে আক্রান্তের হার ও হাসপাতালে ভর্তির হার বেড়েছে'।
এদিকে, শনিবার ১ দিনে সর্বোচ্চ সংখ্যক বাসিন্দাকে টিকা প্রয়োগের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিডিসি সূত্র জানিয়েছে, একদিনে ৪০ লাখ ৬০ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে৷
তরুণদের মধ্যে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৬ ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
লস এঞ্জেলেস কাউন্টিতে ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাগ্রহণের জন্য অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে।
আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হবে। আর শনিবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন সাইট থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে৷ ওয়েবসাইট-
https://carbonhealth.com/covid-19-vaccines/los-angeles
এক বিবৃতিতে মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে তিনটি টিকাই ১৮ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের দেওয়া যাবে। অপরদিকে ১৬ ও ১৭ বছরের তরুণদের ফাইজার ও বায়োএনটেকের টিকা দেওয়া হবে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন