পাকিস্তানী অভিনেত্রী হানিয়াকে এক ব্ক্স পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্ত
পশ্চিম ইউরোপে প্রথম দূতাবাস খুলতে যাচ্ছে ফিলিস্তিন
সুইডেনের রাজধানী স্টকহোমে দূতাবাস খুলতে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। পশ্চিম ইউরোপে এটাই হবে ফিলিস্তিনের প্রথম কোনো দূতাবাস। সূত্র: রেডিও তেহরান
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে সুইডেনে এ দূতাবাস উদ্বোধনের কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সুইডেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে স্বীকৃতি দেয়ার কয়েক মাসের মধ্যে এ দূতাবাস খোলা হচ্ছে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সুইডেন সফরের সময় বলেছেন, অন্য দেশগুলোরও উচিত সুইডেনের পথ অনুসরণ করা। তিনি আরো বলেছেন, সুইডেনের এই স্বীকৃতি শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেবে।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পর ইহুদিবাদী ইসরাইল ও সুইডেনের মধ্যকার সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে। জানুয়ারি মাসে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রমের ইসরাইল সফর করার কথা থাকলেও তিনি তা বাতিল করেন।
শেয়ার করুন