আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রে বীরের মর্যাদা

জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রে বীরের মর্যাদা

রুশ আগ্রাসন শুরুর পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার দুপুরে ওয়াশিংটনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রেসিডেন্ট জো বাইডেন। পরে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় মার্কিন কংগ্রেসে ভাষণ দেন জেলেনস্কি।

এ সময় বীরের মতো সম্মান দেখানো হয় জেলেনস্কিকে। ভাষণের সময় কংগ্রেসের প্রতিনিধিরা বারবার দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানান। করতালিতে অনেকবার ভাষণ থামাতে বাধ্য হন জেলেনস্কি। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্টকে হাস্যোজ্জ্বল দেখা যায়। ভাষণ দেওয়ার জন্য ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের কক্ষে প্রবেশের পর আইনপ্রণেতারা দাঁড়িয়ে ও করতালি দিয়ে জেলেনস্কিকে স্বাগত জানান। স্পিকার ন্যান্সি পেলোসি ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।

কিছুক্ষণ ধরে চলে করতালি। ভাষণে জেলেনস্কি বলেন, 'ইউক্রেন টিকে আছে এবং কখনোই আত্মসমর্পণ করবে না।' তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তা কোনো দান নয়, বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ। সম্প্রতি ইউক্রেনের প্রতি বাইডেন প্রশাসনের নিঃশর্ত সমর্থন নিয়ে প্রশ্ন তুলছেন রিপাবলিকান সিনেটরদের একাংশ।

গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যায়।জানুয়ারিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এরই মধ্যে রিপাবলিকান দলের আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, তাঁরা ইউক্রেনের জন্য একটিও 'ফাঁকা চেক' দেবেন না। সম্প্রতি চালানো এক সমীক্ষার বরাত দিয়ে বিবিসি জানায়, রিপাবলিকান পার্টির প্রায় অর্ধেক ভোটার ইউক্রেনে মার্কিন সহায়তাকে সমর্থন করেন না।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তিনি বাইডেনের হাতে ইউক্রেনের সামরিক পদক তুলে দেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাইডেন। তিনি নতুন করে আরও ২০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এর আগে ইউক্রেনকে ৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইয়াহু নিউজ জানায়, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় আইনপ্রণেতারা ১৮ বার দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তবে কয়েকজন রিপাবলিকান প্রতিনিধিকে নির্মোহভাবে বসে থাকতে দেখা গেছে। ইংরেজিতে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, তাঁর দেশ এখনও সব ধরনের প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

আগামী বছরটি যুদ্ধের জন্য 'টার্নিং পয়েন্ট' হবে। ভাষণে জেলেনস্কি যুদ্ধের ভয়াবহতা ও ইউক্রেনের প্রতিরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর সঙ্গে মার্কিন সেনাদের লড়াইয়ের তুলনা করেন। তিনি বলেন, রাশিয়ার কৌশল আদিম। তারা যা চোখের সামনে পাচ্ছে, সেটাই পুড়িয়ে দিচ্ছে ও ধ্বংস করছে। রাশিয়াকে সহায়তার জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির সমালোচনা করেন জেলেনস্কি। ভাষণ শেষে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও স্পিকার ন্যান্সি পেলোসি ইউক্রেনের পতাকা জেলেনস্কির পেছনে মেলে ধরেন। পতাকাটি কয়েক দিন আগে তাঁদের উপহার হিসেবে দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছায়া যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র
জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'ছায়া যুদ্ধ' চালানোর অভিযোগ এনেছে। বুধবার রাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ বলেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে। শান্তি প্রতিষ্ঠায় কোনো ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে না। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, রাশিয়া মনে করে, বাইডেন প্রশাসন শান্তি স্থাপনের বিষয়ে আগ্রহী নয়। জেলেনস্কির এ সফরকে 'হলিউড স্টাইল' বলে বর্ণনা করেছেন আন্তোনভ। ছায়া যুদ্ধের অভিযোগ এনে বিবৃতি দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত