লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা
চলছে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদারও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার পর আগামী ২৪ জুলাই থেকে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল। এবারের আয়োজক দেশ ফ্রান্স। এবারের আসরে জন্য গতকাল দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।
আর্জেন্টাইনদের কোচের দায়িত্ব পালন করবেন অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি চেয়েছিলে, লিওনেল মেসি বা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে অলিম্পিকের জন্য দল সাজাতে। তবে এই দুই ফুটবলারের ইনজুরির কথা মাথায় রেখে এই দুই তারকাকে ছাড়তে রাজি হয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাদের পরিবর্তে অলিম্পিক দলে যুক্ত করা হয়েছে দুই বিশ্বকাপ জয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্ডিকে।
এবারের অলিম্পিক ফুটবল আসরে অংশগ্রহণ করবে মোট ১৬টি দল। গ্রুপ ‘বি’ তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইরান ও ইউক্রেন। নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ তারিখ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড
গোলরক্ষক: জেরোনিমো রুয়ি ও লেয়ান্দ্রো ব্রেয়।
ডিফেন্ডার: ব্রুনো আমিওনে, মার্কো ডি সিসারে, নিকোলাস ওতামেন্দি, গনসালো লুজান, হুয়াকিন গার্সিয়া ও হুলিও সোলের।
মিডফিল্ডার: সান্তিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মেদিনা, এজেকুয়েল ফার্নান্দেজ, কেভিন জেনোন, ক্লদিও এচেভেরি ও থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: লুসিয়ানো গোন্দো, হুলিয়ান আলভারেজ, গিওলিয়ানো সিমিওনে, লুকাস বেলট্রান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন