নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
সন্দেহভাজন বন্দুকধারীকে সনাক্ত করেছে এফবিআই
সাম্প্রতিক খবরঃ এফবিআই সন্দেহভাজন বন্দুকধারীকে সনাক্ত করেছে। বন্দুকধারী পেনসিলভেনিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে শনাক্ত করেছে। জুলাই ১৪, রবিবার ভোরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে সনাক্ত করা হয়।
১৩ জুলাই শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় বাটলারে সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঞ্চে বক্তৃতা শুরু করার পরপরই তাকে গুলি করা হয়। এতে ট্রাম্প আহত হয়, কানে গুলি লাগে এবং তার মুখ রক্তাক্ত হতে দেখা যায়। এরপর ট্রাম্পের সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে দ্রুত মঞ্চ থেকে নিরাপদে নামিয়ে কাছাকাছি হাসপাতালে নিয়ে যান। বন্দুকধারী প্রায় ২০০ থেকে ৩০০ গজ একটি ভবনের ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি চালিয়েছিল। তবে পরিচয় পত্র না থাকায় তাকে সনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। তাতেই বন্দুকধারীর পরিচয় উঠে আসে।
একজন FBI মুখপাত্র বলেছেন, "এটি একটি সক্রিয় এবং চলমান তদন্ত রয়ে গেছে। তথ্যের সাথে তদন্তে সহায়তা করতে যে কেউ FBI.gov/butler-এ অনলাইনে গিয়ে ফটো বা ভিডিও জমা দিতে পারেন। কিংবা 1-800-CALL-FBI-এ কল করতে পারেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন