দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা—মঙ্গলবার ও সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাস
খালেদা জিয়া কাল লন্ডনে যাচ্ছেন
বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে যাচ্ছেন। এদিকে আজ রাজধানীর বকশিবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না তিনি। স্বাস্থ্যগত কারণে তিনি দুই মামলায় হাজিরা দিতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এই আদালতে বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলছে।বেগম খালেদা জিয়ার উপস্থিতিতগত ৩ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বাকি জেরার জন্য আজ দিন ধার্য করে আদালত। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র জানিয়েছে- আগামীকাল মঙ্গলবার চেয়ারপারসন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সাত দিনের সফরে লন্ডনে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
News Desk
শেয়ার করুন