আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা—মঙ্গলবার ও সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাস

        ক্যালিফোর্নিয়ার ‘মুখোশ নিষিদ্ধ আইন’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মামলা

        স্টর্ম আরও তীব্র: লস এঞ্জেলেসে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও বন্যার আশঙ্কা বৃদ্ধি

        ক্যালিফোর্নিয়ার প্রিয় ফুটবল কোচ জন বিম হত্যায় সন্দেহভাজনের স্বীকারোক্তি

        চিনো হিলসে বাড়িতে বিস্ফোরণ: ৩ প্রাপ্তবয়স্ক ও ৬ শিশু হাসপাতালে

        শার্লটে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে দুই দিনে ১৩০ জন গ্রেপ্তার

        মার্কিন ৫০% শুল্কের মধ্যেও ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে, কমছে উত্তেজনা

        অস্ট্রেলীয় বিচ ব্র্যান্ড ‘Swim Shady’-কে আইনি নোটিশ এমিনেমের

        হাইড পার্কে বাংগালোতে আগুন—৬৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

        সপ্তাহান্তের প্রবল বৃষ্টির পর আবারও ঝড়ের আঘাত আসছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়

        চিনো হিলসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা; আহত ৮

        টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ডে ভূমিধসের আশঙ্কা, সোমবার দুপুর পর্যন্ত সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়ার এক কিশোরকে বন্দুক দেখিয়ে আটক, অফ-ডিউটি ICE এজেন্ট গ্রেপ্তার

        গুলিবিদ্ধ নিউইয়র্ক জেটসের খেলোয়াড় ক্রিস বয়েড, অবস্থা আশঙ্কাজনক

        শার্লটে ফেডারেল অভিবাসন দমন অভিযান: প্রায় ১০০ জন গ্রেপ্তার

        ইউটিউবার জ্যাক ডহর্টি মিয়ামিতে মাদকসহ গ্রেপ্তার

        জর্জিয়ায় $৯৮০ মিলিয়ন জ্যাকপট জেতা মেগা মিলিয়নস টিকেট বিক্রি হয়েছে

        ডিজনি ও গুগলের চুক্তি: YouTube TV-তে ফের ABC, ESPN ও অন্যান্য Disney চ্যানেল

        হেমেটে ওভারডোজে বর্ডার পেট্রোল এজেন্টের মৃত্যু

        রিভারসাইড কাউন্টিতে স্কুলে মারামারির ঘটনায় তিন শিক্ষার্থী গ্রেপ্তার

লন্ডনে খালেদা জিয়াকে প্রতিঘাতের ঘোষণা আওয়ামী লীগের

লন্ডনে খালেদা জিয়াকে প্রতিঘাতের ঘোষণা আওয়ামী লীগের

উত্তেজনা দৃশ্যমান হয়ে উঠছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে বাঙালি পাড়ায় আওয়ামী লীগ-বিএনপি রাজনীতিতে যারা জড়িত রয়েছেন তাদের মাঝে কয়েকদিন ধরে একটা উত্তেজনা দৃশ্যমান হয়ে উঠছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাক্তিগত সফরে লন্ডনে এসেছিলেন। এসময়ে তাঁর আগমনের প্রবেশদ্বার হিথ্রো বিমান বন্দর থেকে শুরু করে সফরসূচীর প্রতিটি ভেনুতে বিএনপির পক্ষ থেকে আয়োজিত ক্ষোভানুষ্ঠানে কালোপতাকা প্রদর্শন, ডিম ইত্যাদি নিক্ষেপসহ নানা কাণ্ড সংঘটিত হয়। এমনকি এবিষয়টি ব্রিটেনের হাউস অব কমন্সের বিতর্কানুষ্ঠানেও আলোচিত হয়।
এমন প্রেক্ষাপটের মাঝে বেগম খালেদা জিয়ার ‘চিকিৎসার’ নামে লন্ডন সফর ঘোষণায় তাঁর প্রতিপক্ষ বলয়ে উত্তেজনা-হুতাশ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ আজ মঙ্গলবার পূর্বলন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে- “বিএনপি নেত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের যেখানেই দেখা যাবে সেখানেই প্রতিঘাত করা হবে।”
ব্রিকলেনের বন্ধুখান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে বলা হয়, “খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে নস্যাৎ করতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে। তিনি একজন কুখ্যাত উস্কানীদাতা নেত্রী। আগুন সন্ত্রাসী। পেট্রোল বোমা ছুঁড়ে ২৫৬ জনকে হত্যা করেছেন। এতেও তাঁর খায়েশ মেটেনি।  আমরা তাঁর যুক্তরাজ্য আগমনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বলা হয়, ‘এই খালেদা জিয়া গত ৫ জানুয়ারি থেকে ৯০দিন অবরোধের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুণ দিয়ে মানুষ পুড়িয়ে মারায় মদদ দিয়েছেন। এখনও বার্ণ ইউনিটে অনেক আগুণে পোড়া লোক কাতরাচ্ছেন। কয়েক শতাধিক লোক সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।’
লিখিত বক্তব্যে বলা হয়- “সন্ত্রাসের রানি খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড  হামলা করে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। সেদিন প্রাণে বেঁচে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী-জননেত্রী শেখ হাসিনা। তাঁকে (হাসিনাকে) হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন বেগম খালেদা জিয়া।”
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ প্রশ্ন তুলে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে তিনি (খালেদা জিয়া) শর্ত দিয়েছিলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। সম্প্রতি তিনি বলছেন, তত্বাবধায়ক সরকার ছাড়াও অন্য কোন কাঠামোর সরকারের অধীনে তিনি এবং তার দল নির্বাচনে যেতে রাজি আছেন। এই প্রস্তাব তো ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বে ছিল । তাহলে এতো মানুষ হত্যা করে খালেদা জিয়া কোন রাজনীতি করলেন?
“বেগম খালেদা জিয়া, আপনি মানুষের লাশের উপর দিয়ে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে লন্ডনে আসবেন- এখানকার প্রবাসী বাঙালিরা আপনাকে স্বাগত নয়, প্রতিঘাত করবে উল্লেখ করে বলা হয়- আওয়ামী লীগ নেতা-কর্মী প্রস্তুত রয়েছে।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। অন্যান্যের মধ্যে ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, শামসুদ্দিন আহমদ মাস্টার প্রমূখ।


শেয়ার করুন

পাঠকের মতামত