দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা—মঙ্গলবার ও সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাস
ইউকে-বাংলাদেশ ই–কমার্স মেলার সহযোগীদের চুক্তি সই
আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার সহযোগীদের সঙ্গে চুক্তি হয়েছে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও কমপিউটার জগৎ এই মেলার যৌথ আয়োজক। এবারের মেলায় সহযোগী হিসেবে থাকছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ধানসিঁড়ি কমিউনিকেশন। সম্প্রতি ঢাকায় এ ব্যাপারে চুক্তি সই হয়।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার চৌধুরী, ডিসিসিআইয়ের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ধানসিঁড়ি কমিউনিকেশনর ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, কমপিউটার জগৎ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ চুক্তিপত্রে সই করেন।
বিস্তারিত: www.e-commercefair.com
News Desk
শেয়ার করুন