বিরতির পর লিটনের ট্রাস্ট: বাংলাদেশ টি-টোয়েন্টি স্কয়াডে নতুন জীবন!
টাওয়ার হ্যামলেটসে তৃতীয়বারর মতো মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি লুৎফুর রহমান
লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান । তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন সিলেটে জন্ম নেওয়া লুৎফুর রহমান।
শুক্রবার (৬ মে) লন্ডনের সময় বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। যা মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট।
১৯৬৫ সালে সিলেটের ওসমানীনগরে জন্ম নেওয়া লুৎফুর রহমান ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন।
News Desk
শেয়ার করুন