যুক্তরাজ্যের ফ্লাইট চলাচল বিঘ্নিত
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাজ্যের আকাশসীমায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বেশ কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস (এনএটিএস) বলছে, কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। তবে এরপরও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে।
ফ্লাইট পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে শুরুতে এয়ার ট্রাফিক কন্ট্রোল এজেন্সিকে উড়োজাহাজের চলাচল সীমিত করতে হয়। এ সময় স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে ম্যানুয়ালি পরিচালনা করায় ফ্লাইট বিলম্ব ও কোনো কোনো ফ্লাইট বাতিল করতে হয়।
এনএটিএসের অপারেশনস পরিচালক জুলিয়েট কেনেডি ওয়েবসাইটে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ বিকেলের আগে ত্রুটি ঠিক করা হয়েছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। আমরা পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে এয়ারলাইনস ও বিমানবন্দরগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব। আমাদের প্রথম অগ্রাধিকার হলো নিরাপত্তা, যা ঘটেছে আমরা তার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব।’
ব্রিটিশ পরিবহনমন্ত্রী মার্ক হারপার বলেছেন, তিনি ফ্লাইট পরিচালনা ও যাত্রীদের সহায়তা করার জন্য এনএটিএসের সঙ্গে কাজ করছেন।
আইরিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারনাভ আয়ারল্যান্ড এর আগে বলেছিল, ব্রিটেনে সরকারি ছুটির সময় ফ্লাইট পরিচালনায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট যুক্তরাজ্যের আকাশসীমায় দেরিতে চলছে।
পশ্চিম ইউরোপের ব্যস্ততম লন্ডনের হিথরো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, আগামী কয়েক দিনও ফ্লাইট চলাচলের সময়সূচি উল্লেখযোগ্যভাবে ব্যাহত হবে। তিনি বলেন, ‘আমরা যাত্রীদের ফ্লাইট চালু আছে কি না, নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসতে বলছি। যাদের যাত্রা দেরি হচ্ছে, তাদের সহায়তা করার জন্য একটি দল কঠোর পরিশ্রম করছে।’
ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, তাদের ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সময়সূচিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ হচ্ছে। অন্যদিকে রায়ানএয়ারসহ অন্যান্য এয়ারলাইনস বলেছে, যুক্তরাজ্যে কিছু ফ্লাইটের আসা-যাওয়া বিলম্বিত বা বাতিল হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন