আপডেট :

        চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

        প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি

        ১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

        পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

        বাংলাদেশের আকাশে উল্কাপাত দেখা যাবে মঙ্গলবার রাতে

        দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

        পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’

        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব

        আইএমএফের কঠোর শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ নয়

        সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

        রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

        ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি

        বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

        চীনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: চুক্তি না হলে ১৫৫% শুল্কের হুমকি!

        অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে মারা গেলেন, দীর্ঘদিনের অসুস্থতায় মৃত্যু

        সিরিজ হারার পর হোয়াইটওয়াশ: বাংলাদেশী ফ্যানদের চোখে অশ্রু, লাহোরে হতাশার রাত্রি

        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

তিউনিসিয়ার জালে বেলজিয়ামের গোল উৎসব

তিউনিসিয়ার জালে বেলজিয়ামের গোল উৎসব

দুই ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে সোনালি প্রজন্মের বেলজিয়ামের সামনে উড়ে গেল তিউনিসিয়া। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেলু লুকাকু। দুই ম্যাচে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে ধরে ফেললেন। এ ম্যাচে দুই গোল করেছেন চেলসির ইডেন হ্যজার্ডও। আর শনিবার 'জি' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোল একরকম নিশ্চিত করেছে বেলজিয়ানরা। পঞ্চম গোলটিও করেছেন বলতে গেলে এক ইংলিশ লিগের খেলোয়াড়। চেলসি থেকে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে ধারে খেলেন মিচি বাতশুয়াই। হ্যাজার্ডের বদলি হিসেবে নেমে শেষটায় তিনিও লক্ষ্যভেদ করেছেন। মুহূর্ত পরে অবশ্য সান্তনার একটি গোল শোধ করেছিল তিউনিসিয়া। তারপরও বেলজিয়ামের ৫-২ গোলের জয়ে তিউনিসিয়া দুই ম্যাচে হেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিল। যদিও খাতাকলমে এখনো তাদের সুযোগ আছে। ফুটবলপ্রেমীরা দেখলেন গোল উৎসবের ম্যাচ।

এদিনের তিন ম্যাচের প্রথমটিতে স্পার্তায় শুরু থেকেই আক্রমণে জমজমাট। কিন্তু দেয়ালে পিঠ ঢেকে যাওয়া তিউনিসিয়া অতি আক্রমণে ডিফেন্সটাকেই বুঝি ভুলে গেল। ৬ মিনিটে পেনাল্টি থেকে ইডেন হ্যাজার্ড গোল করে লিড এনেছেন। ১৬ মিনিটে লুকাকু ব্যবধান করেছেন ২-০। কিন্তু এর দুই মিনিট পরই তিউনিসিয়া এক গোল শোধ করে উত্তেজনা বাড়িয়ে দেন। দিলান ব্রনের গোলে ব্যবধান ২-১ করে ফেলে তারা। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ৩-১ এ পিছিয়ে থেকে হারের মুখে দাঁড়িয়ে ছিল আফ্রিকানরা।

প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দুরন্ত বেলজিয়াম। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তারা ৩ নম্বরে। ২১ নম্বরে থাকা আফ্রিকান তিউনিসিয়া ২-১ গোলে ইংল্যান্ডের কাছে হেরেছে প্রথম ম্যাচে, দারুণ লড়ার পর। বিপদে তিউনিসিয়া। তাই আক্রমণের জবাবে আক্রমণই বেছে নেয় তিউনিসিয়া। শুরু থেকেই ম্যাচের উত্তেজনায় মাঠে কান পাতা দায়।

শুরুতেই অবশ্য একটা ভুল করে ফেলে তিউনিসিয়া। আগুয়ান ইডেন হ্যাজার্ড পেনাল্টি বক্সে ফাউলের শিকার। তিউনিসিয়া ভিএআরের সহায়তা নিলেও কাজ হয়নি। ঠাণ্ডা মাথায় এই বিশ্বকাপে নিজের প্রথম গোলটি স্পট কিক থেকে করে ফেলেন ইডেন হ্যাজার্ড। উৎসবে মাতে বেলজিয়াম।

তাদের এই উৎসবের মাত্রা ১০ মিনিট পরই দ্বিগুণ করে ফেলেন আগের ম্যাচে দুই গোল করা রোমেলু লুকাকু। নাম্বার নাইন খুবই ঠাণ্ডা মাথার পরিচয় দিয়েছেন। ড্রিয়েস মার্টেনস বল নিয়ে ঢুকে পড়েন। সেটিকে তুলে দেন তিউনিসিয়ার বক্সে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লুকাকু সেই বলকে জালে জড়িয়েছেন ফারুক বিন মুস্তাফাকে হার মানিয়ে।

আক্রমণ এবং পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ শুরু থেকেই। ২-০ গোলে পিছিয়ে পড়া তিউনিসিয়ার মাঝমাঠের প্রাণ ওয়াহাব খাজরি শুরু থেকেই বেলজিয়ামের অর্ধে হামলার ব্যবস্থা করে দিচ্ছিলেন। বারবার তিনি বিপজ্জনক। এবার খাজরি ফ্রি-কিক থেকে বেলজিয়ামে বক্সে বল তোলেন। দিলান ব্রন লাফিয়ে উঠে হেডে দুর্ধর্ষ গোলকিপার থিবাত কুর্তোইসকে ব্যর্থ বানিয়ে জালে জড়ান বল। ব্রনের এটা প্রথম আন্তর্জাতিক গোল এবং সেটি করার জন্য কি সময়টাই না বেছে নিলেন!

কিন্তু আক্রমণে আক্রমণে তিউনিসিয়াকে কোণঠাসা করতে থাকে বেলজিয়াম। লুকাকু প্রথমার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে দেখার মতো গোল করেছেন। থমাস মেনিয়ের বক্সের মধ্যে বাড়িয়েছেন বলটা। লুকাকু গোলরক্ষককে পজিশন হারানোর সুযোগ দিয়ে তার উপর দিয়ে বলটাকে সুন্দর করে তুলে দিয়ে জড়িয়েছেন জালে। অসাধারণ এক প্রথমার্ধ শেষ করল বেলজিয়াম। নক আউট পর্বে এক পা দিয়েই রাখল।

সেই পা আরো সামনে বাড়লো হ্যাজার্ড বিরতির ৬ মিনিট পর মানে ম্যাচের ৫১ মিনিটে ম্যাচে ও এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করে ফেললে। ২৭ মিনিটে বেলজিয়ান নাম্বার টেন আবার ঠাণ্ডা মাথার পরিচয় দিলেন। কেভিন ডি ব্রুইন দুরন্ত এক বল বাড়ান বক্সে। তিউনিসিয়ার ডিফেন্স ক্লিয়ার করে বুকে বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক মুস্তাফাকে সামনে টেনে এনে বলটাকে জালে জড়িয়েছেন। ব্যবধান ৪-১ করেছেন হ্যাজার্ড।

হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পুরো সময়টা অবশ্য খেলার সময় পাননি সোনালি প্রজন্মের বেলজিয়ামের লুকাকু ও হ্যাজার্ড। ৬৪ মিনিটে কোচ লুকাকুকে তুলে নিয়ে তারই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব সতীর্থ মারুয়ানে ফেলাইনিকে নামিয়েছেন। এর চার মিনিট পর হ্যাজার্ডকে উঠে যেতে হয়। তার জায়গায় বরুশিয়া ডর্টমুন্ডে ধারে খেলা মিচি বাতশুয়াই খেলতে নামেন।

তারপরও অবশ্য বেলজিয়ানদের আক্রমণের ধার বেড়েছে বই কমেনি। তিউনিসিয়ার ডিফেন্স যেখানে হেরে গেছে সেখানে রুখে দাঁড়িয়েছেন গোলরক্ষক মুস্তাফা। দারুণ সেভ করেছেন কয়েকটি। এর মধ্যে অন্তত একাধিককে নিশ্চিত গোল বাঁচানোই বলা যায়। প্রচণ্ড গতিতে আক্রমণে উঠে গিয়ে বারবার মুস্তাফার কাছে গিয়ে ঠেকে গেছে বেলজিয়াম।

বদলি বাতশুয়াই হয়ে উঠেছিলেন বিপজ্জনক। তার চেষ্টা শেষ পর্যন্ত ৯০ মিনিটে সাফল্যের মুখ দেখে। বেলজিয়ামের পঞ্চম গোলটি করেন তিনি। কিন্তু ভুলে গেলে চলবে না তিউনিসিয়ার প্রাণ অ্যাটাকিং মিডফিল্ডার খাজরির কথা। ভাগ্যদেব ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে খাজরিকে পাইয়ে দিয়েছেন তার প্রথম বিশ্বকাপ গোল।

এই জয়ে শেষ ষোল নিশ্চিত করা বেলজিয়ামের ২ ম্যাচে শতভাগ সাফল্যে পয়েন্ট ৬। তিউনিসিয়ার বিদায়ের পথে। পানামার বিপক্ষে তাদের ম্যাচ আছে। রোববার এই গ্রুপ থেকে পানামাকে হারালে নক আউট পর্বে বেলজিয়ামের সঙ্গী হবে ১৯৬৬ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বেলজিয়াম ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটি ২৮ জুন।

শেয়ার করুন

পাঠকের মতামত