আপডেট :

        চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

        প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি

        ১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

        পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

        বাংলাদেশের আকাশে উল্কাপাত দেখা যাবে মঙ্গলবার রাতে

        দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

        পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’

        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব

        আইএমএফের কঠোর শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ নয়

        সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

        রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

        ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি

        বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

        চীনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: চুক্তি না হলে ১৫৫% শুল্কের হুমকি!

        অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে মারা গেলেন, দীর্ঘদিনের অসুস্থতায় মৃত্যু

        সিরিজ হারার পর হোয়াইটওয়াশ: বাংলাদেশী ফ্যানদের চোখে অশ্রু, লাহোরে হতাশার রাত্রি

        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগের উদ্বোধন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগের উদ্বোধন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮ শুরু হয়েছে। এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমো সার্ভিস এবং অ্যাপোলো ব্রোকারেজ’। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) সপ্তাহের প্রতি রোববার লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে লীগের দু’টি খেলার মধ্যে প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। অপরদিকে লীগে নবাগত সিল্ক সিটি নিউজাসীকে ৫-০ গোলে পরাজিত করে ওজনপার্ক যুব সংঘ শুভ সূচনার পাশাপাশি পূর্ণ পয়েন্ট অর্জন করে।

গত ২৪ জুন রোববার বিকেলে লীগ ও টুর্নামেন্টর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এসময় বাংলআদেশ থেকে আগত বিশিষ্ট রাজনীতিক ও প্রকাশক আলমগীর শিকদার লোটন এবং অ্যাপোলো ব্রোকারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী  ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ সহ স্পোর্টস কাউন্সিলের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান। যৌভভাবে সঞ্চালনায় ছিলেন আব্দুল বাসিত বুলবুল, জুয়েল আহমেদ ও রশিদ রানা।

লীগের উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, লীগ ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠাপোষক শমশের আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও মিসবাহ আবদীন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোমেন তার বক্তব্যে প্রবাসে স্পোর্টস কাউন্সিলের লীগ ও টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন এবং খেলোয়ারী সুলভ মনোভাব নিয়ে খেলার জন্য সকল দলের প্রতি আহবান জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদেরকেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আমেরিকানদের কাছে তুলে ধরতে হবে। 

উদ্বোধনী দিনে লীগের দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার গোল শূন্য ড্র করে। আক্রমণ, পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত খেলাটি ছিলো প্রাণবন্ত। তবে উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। 

দিনের দ্বিতীয় খেলায় লীগে নবাগত সিল্ক সিটি নিউজার্সী ৫-০ গোলে ওজনপার্ক যুব সংঘের কাছে পরাজিত হয়। খেলার প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ৩টি করে গোল হয়। খেলায় যুব সংঘের পক্ষে সোহেল ৭ ও ১৯ মিনিটে এবং খালেদ ৫১ ও ৫৬ মিনিটে দুটি গোল করেন। এছাড়াও ৪৫ মিনিটের সময় সাব্বির আরো একটি গোল করেন। বলতে গেলে যুব সংঘ অপরদিকে ৩৯ মিনিটের সময় সোহেল একটি পেলান্টি কিক মিস করে হ্যাট্রিক করার গৌরব থেকে বঞ্চিত হন। 

এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে বলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ ইউএনএ প্রতিনিধিকে জানান। দলগুলো হলো: ব্রঙ্কস স্টার, ব্রঙ্কস ইউনাইটেড, সিল্ক সিটি নিউজার্সী, ওজনপার্ক যুব সংঘ, উবাইয়া, সোনার বাংলা, আইসাব ও ব্রাদার্স অ্যালায়েন্স। ফিকচার মোতাবেক লীগের খেলাগুলো হবে পরবর্তী খেলাগুলো হবে ১ জুলাই, ৮ জুলাই, ১৫ জুলাই, ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ আগষ্ট, ১২ আগষ্ট, ১৯ আগষ্ট ও ২৬ আগষ্ট। 

সপ্তাহের রোববারের দিনগুলোতে বিকেল সাড়ে তিনটা থেকে একই মাঠে লীগের তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর রোববার এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর রোববার।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে সকল দলের সমন্বয়ে লীগ এবং লীগের শীর্ষ (সর্বোচ্চ পয়েন্ট অর্জণকারী) চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত