আপডেট :

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইগারদের জয়

পরাজয়ের শঙ্কা ছিল। দর্শকদের চোখে-মুখে ছিল আতঙ্ক। কিন্তু শেষটা নিজের পক্ষে নিয়ে নিলেন তরুণ তুর্কি মুস্তাফিজ। তার অসাধারণ বোলিংয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানের জয় পেল বাংলাদেশ; বেঁচে রইল এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন।

বাংলাদেশের সাত উইকেটে করা ২৪৯ রানের জবাবে আফগানিস্তান ৫০ ওভার খেলে করল ৭ উইকেটে ২৪৬ রান।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ২৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তানকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় ২৬ রানেই আফগানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

ব্যক্তিগত ৮ রানে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে ইহসানউল্লাহ জান্নাতকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান। আর ব্যক্তিগত ১ রানে সাকিবের হাতে রানআউটে কাটা পড়েন রহমত শাহ।

শুরুর ধাক্কা সামলে আফগানদের টেনে তুলার দায়িত্ব নেন মোহাম্মদ শাহজাদ এবং হাসমতউল্লাহ শাহিদি। বাংলাদেশের বোলারদের দেখে-শুনে ব্যাট চালিয়ে যান তারা। তবে ব্যক্তিগত ৫৩ রানে উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাদকে আউট করে বাংলাদেশকে ব্যাক থ্রু এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তার আগেই হাসমতউল্লাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি উপহার দিয়ে যান শাহজাদ।

ম্যাচের পরের সময়গুলোতে ধীরে ধীরে আফগানরা ব্যবধান কমিয়ে আনতে থাকে। খেলার নাটকীয়তা গড়ায় শেষ ওভারে। জয়ের জন্য তাদের দরকার ছিল আট রান।

টানটান উত্তেজনার সেই ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। দুর্দান্ত স্লোয়ারে তিনি ফিরিয়ে দেন রশিদ খানকে। এতে ম্যাচের মোড় ঘুরে যায়। পরে বাকি কাজটাও সম্পন্ন করেন। পুরো ওভারে মাত্র চার রান দিয়ে খাদের কিনারা থেকে দলকে ভেড়ান জয়ের বন্দরে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা।

দলীয় ১৮ রানেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই ব্যাটসম্যান। ইনিংসের পঞ্চম ওভারে আফতাব আলমের শেষ বলটি উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে রহমত শাহর তালুবন্দী হন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার।

তিন নম্বরে নেমে এদিনও দেশের ক্রিকেটপ্রেমীদের হতাশ করেন মোহাম্মদ মিথুন। মাত্র দুই বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। ষষ্ঠ ওভারে মুজিব উর রহমানের ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে গিয়ে এলবিউডব্লির ফাঁদে পড়েন মিথুন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেওয়া মিথুনের ব্যাট থেকে এদিন আসে মাত্র ২ রান।

এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। নেমেই স্পর্শ করেন ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে গুলবাদিন নাইবকে বাউন্ডারি হাঁকিয়ে তামিম-সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শুধু তাই নয়, তৃতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

এই জুটি ভাঙেন রশিদ খান। তার প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন। ১৯তম ওভারে আফগান লেগ স্পিনারকে সুইপ করতে গিয়ে স্লিপে ইহসানউল্লাহর ক্যাচে পরিণত হন ডানহাতি এই ওপেনার। আগের দুই ম্যাচে ব্যর্থ  লিটন এদিন ৪৩ বলে করেন ৪১ রান।

দুই বলের ব্যবধানে রান আউটের শিকার হন সাকিব আল হাসান। রশিদ খানের বলে মিড উইকেটে ঠেলে দিয়েই রানের জন্য দৌড় দেন সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রশিদের পরের ওভারেও ছন্দপতন। এবারও রান আউটের শিকার হন মুশফিক। ইমরুল কায়েসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন তিনি। মোহাম্মদ নবির থ্রোতে বল ধরে রশিদ স্টাম্প ভেঙে দিলে ৩৩ রানে সাজঘরে ফেরেন মুশফিক।

৮৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। থিতু হতে খানিকটা সময় নিলেও ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১২৮ রানের রেকর্ড জুটি। ষষ্ঠ উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তাদের আগে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ১২৩ রানের অবিচ্ছিন জুটি গড়েছিলেন আল শাহরিয়ার ও খালেদ মাসুদ।

মাহমুদউল্লাহ-ইমরুলের জুটিতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নেন দুজনই। ৫৯ বলে মাহমুদউল্লাহ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি। এরপর ৭৭ বলে ইমরুল পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম অর্ধ-শতক।

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ছয় নম্বরে নেমেই হাফ সেঞ্চুরির দেখা পান ইমরুল। মাহমুদউল্লাহর সঙ্গে ইমরুলের জুটি ভাঙেন আফতাব আলম। তার বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭৪ রান করা মাহমুদউল্লাহ। এরপর সময়ের দাবি মেটাতে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আফতাবের পরের ওভারে ফিরে যান তিনিও। ৯ বলে ১০ রান করে ফেরেন।

ম্যাচের পরের সময়টাতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে নিরাপদে কাটান ইমরুল। শেষ পর্যন্ত ৮৯ বলে ৬ চারে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিরাজও।

আফগানিস্তানের সফল বোলার আফতাব আলম। ৫৪ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া মুজিব উর রহমান ও রশিদ খান উভয়েই বাংলাদেশের একটি করে উইকেট লাভ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত