বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ভারতের বিতর্কিত বিজয়ে বিশিষ্ট ক্রিকেটারদের অভিমত
বাংলাদেশের সাথে ভারতের বিতর্কিত বিজয়
বাংলাদেশের সাথে কোয়াটার ফাইনালে ভারতের বিতর্কিত বিজয়ে বিশিষ্ট ক্রিকেটারদের অভিমত এল এ বাংলাটাইমস এর পাঠকদের জন্য তুলে ধরলাম।
"আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয় ক্যাপ্টেন হলেন মাশরাফি,সুরেশ রায়না আর রোহিত শরমার ক্রিজে থাকার কোন অধিকার নাই।"----ভিভিএস লক্ষন,সাবেক ভারতীয় ব্যাটসম্যান।
"রিভিউ চাওয়ার পরও আউট দিল না ক্যান...???"--- হরভজন সিং,সাবেক ভারতীয় স্পিন বোলার।
"আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট পাগল জাতির কথা,তারা নিশ্চয় বড় কিছু আশা করেছিল আর এটাই স্বাভাবিক।"---শন পোলক,সাবেক সাউথ আফ্রিকান স্পিড স্টার।
"আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে লড়াই করেছে কি না..?? আমি সরাসরি বলব বাংলাদেশ ভারত তথাসারা বিশ্বকে ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে গেল।"--- ব্রায়ন চার্লস লারা,সাবেক ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড।
"৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল"---মাইকেল হোল্ডিং,সাবেক ইন্ডিজপ্রেসার।
"এটা নো বল ছিল না।খুবই বাজে সিদ্বান্ত।আম্পায়াররা অবশ্যই প্রযুক্তির সাহায্য নিতে পারতেন"।---শেন ওয়ার্ন,সাবেক অস্ট্রেলীয় স্পিনার।
"অপরাধী হয়ে লিখছি,বাংলাদেশের বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল চিরচেনা এমসিজিতে"---মাই কেল ক্লার্ক,অস্ট্রেলীয় অধিনায়ক।
"রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল আম্পায়ারের দান,এটা ভুলব না। বাংলাদেশ ইজ রিয়েল টাইগার।"--- ক্রিসগেইল,ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার।
"এটা অস্বাভাবিক সিদ্বান্ত,যার কোন প্রয়োজন ছিল না"।---গ্রায়াম স্মিথ সাবেক সাউথ আফ্রিকার অধিনায়ক।
"ইয়ান গোল্ড,আলিম দার,স্টিভ ডেভিস গুড জববয়েস,তোমরা শুধুএকটি দল কে না একটি জাতিকেও মেরে ফেলেছ"---নাসিরহুসেন,সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান।
"আমি বুঝলাম না সাকিব মাঠেকেন চুপ করে থাকল,সে বড় মাপের খেলোয়ার তারপরেওআবার সেবাংলাদেশ দলের সহ-অধিনায়ক,সে অনেক আন্তর্জাতিকম্যাচ খেলছে তার অবিজ্ঞতা বেশি সে কেন চুপ করেথাকল"---মনোজ তিউয়ারি,ইন্ডিয়ান ব্যাটসম্যান,সাকিবেরকলকাতা নাইট রাইডার্সের সঙ্গী।
"ক্রিকেট হেরেছে,কিন্তু ইন্ডিয়াজিতেছে"।---কপিল দেব,ইন্ডিয়ার ৮৩ এর বিশ্বকাপ জয়ীক্যাপ্টেন।
"কষ্ট লাগছে,সব ফেয়ার থাকলে হয়ত ম্যাচের রেজাল্ট ভিন্নকিছু হলেও হতে পারত,এই ম্যাচটা বাংলাদেশকে নয়,ভারতকেআগামী ম্যাচে ভোগাবে,কারন তারা ম্যাচটা আম্পায়ারেরসাহায্যে জয় পেয়েছে,গুড লাকটাইগার্স"।--- সৌরভ গাঙ্গুলি,সাবেক ইন্ডিয়ান অধিনায়ক।
"নিশ্চয় বাংলাদেশ সেমি-ফাইনালিস্ট,তবে বাংলাদেশেরবদলে ভারতকে দেখতে হবে ইডেন পার্কে,অকল্যান্ডে"।---স্টিফেন ফ্লেমিং,সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন।
এতগুলো কমেন্ট মিথ্যা হতে পারে না,তাই আমরাই ম্যাচ জিতেছি,কিন্তু কাগজে- কলমে ইন্ডিয়া।
শেয়ার করুন