বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ভারতকে বিধ্বস্ত করে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
কিন্তু আনন্দে ভাসছে বাংলাদেশ !
ভারতকে বিধ্বস্ত করে বিশ্বকাপের ফাইনালে
উঠেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৩২৮ রানেরজবাবে ২৩৩ রানে অলআউট হয় ধোনি বাহিনী।অধিনায়ক ধোনিও ম্যাক্সওয়েলের সরাসরিথ্রোতে রান আউট হন। ধোনি ৬৫ বলে ৬৫ রানকরে সাজঘরে ফিরে যান।অথচ ভারতের শুরুটা ছিল ভালো। ওপেনিং জুটি৭৬ রান সংগ্রহ করেছিল। যদিও ওপেনিং দুইব্যাটসম্যানই প্রথম দিকে লাইফ পান। তাদেরবিদায়ের পর ভারতকে আর কোন উল্লেখযোগ্য জুটিইগড়ে উঠতে দেয়নি অসিরা। নিয়মিত বিরতিতেউইকেট পড়ছে। দুই ওপেনার ইনিংসের শুরুর দিকেভালো খেললেও মিডল অর্ডারদের ব্যর্থতায়ব্যাটিংয়ে ধস নামে। অষ্ট্রেলিয়ার বিশালরানের টার্গেট চ্যালেঞ্জ করতে গিয়ে একের পরএক উইকেট হারায় ভারত। সর্বশেষ ভারতের অন্যতমনির্ভরযোগ্য ব্যাটসম্যান রায়না মাত্র ৭ রান করেআউট হয়েছেন। ক্রিজে রয়েছেন অধিনায়ক ধোনি(৪৫) ও রবীন্দ্র জাদেজা (১৪)।অসিদের দেয়া ৩২৯ রানের টার্গেটে খেলতে নেমে১২ ওভারে বিনা উইকেটে ৭৩ রান সংগ্রহ করেনদুই ওপেনার। অথচ অসিদের ইনিংসে প্রথম ১২ওভারে রান ছিল এক উইকেটে ৬৪ রান। ১৩তমওভারে হাজলিউডের বলে ম্যাক্সওয়েলের হাতেধরা পড়েন। ১৩ ওভার শেষে রান হয় ৭৬ রান।এরপর ক্রিজে আসেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাটকোহেলি। বেশ দেখেশুনে খেলতে থাকেন অসিবোলারদের। কিন্তু ১৬তম ওভারে জনসনের বলে আউটহয়ে সাজঘরে ফেরেন কোহেলি। তিনি ১৩ বল খেলেকরেন মাত্র ১ রান করে বিদায় নেন। ১৭তমওভারে আবারো আঘাত হানেন জনসন। এবার ফিরেযান ক্রমেই ভয়ংকর হয়ে উঠা রোহিত। তিনি ৪৮বলে ৩৪ রান করে বোল্ড হন।মিচেল স্ট্যার্কে করা প্রথম ওভারে স্লিপে শেনওয়াটসনকে ক্যাচ দেন রোহিত শর্মা। রিপ্লেতেদেখা যায়, ওয়াটসনের তালুবন্দি হওয়ার আগ বলমাটি স্পর্শ করেছিল, তাই বেঁচে যান তিনি।বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৮ রান করেঅস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের তুলো ধুনো করেবিশাল রান সংগ্রহ করে অসিরা।নিয়ন্ত্রিত বল করা অশ্বিনের শেষ বলে বিশালছক্কা হাকিয়ে নিজেদের ওপর থেকে চাপটা সরিয়েনেন শেন ওয়াটসন। রানের গতি বাড়ানোয় ভালোঅবদান রাখেন জেমস ফকনারও। তাকে বোল্ড করেনভারতের সেরা বোলার যাদব। ৭২ রানে ৪ উইকেটনেন এই পেসার।ওয়াটসনের বিদায়ের পর ক্রিজে আসা মিচেলজনসনের ৯ বলে অপরাজিত ২৭ রানের ছোট্টইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ সোয়া তিনশ’ পারহয়।এ ম্যাচের জয়ী দল মেলবোর্নে রোববারেরফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে।
শেয়ার করুন