বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
এমন লজ্জায় আগে পড়েনি পাকিস্তান!
ম্যাচ শুরর আগেই পূর্ব গ্যালারিতে একটা ব্যানার
চোখে পড়ল। বড় হরফে লেখা, ‘বাংলাওয়াশেরঅপেক্ষায়’! গ্যালারির প্রতিটি দর্শকের মনেরকথাই বুঝি লিখে এনেছেন ওই দর্শক। কেবল মিরপুরশেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কেন, ১৬কোটি মানুষের চাওয়া ছিল নিশ্চয় এটিই।বাংলাদেশের দর্শকেরা যেমন মনেপ্রাণেচেয়েছেন পাকিস্তানকে ধবলধোলাইয়ের লজ্জাদিতে। তেমনি পাকিস্তানি দর্শকেরাও চেয়েছেন,এ লজ্জা থেকে রেহাই পাওয়ার! কিন্তু তা হয়নি।রেকর্ড বইয়ে শেষ অবধি লেখা হয়েছেপাকিস্তানের লজ্জার এক অধ্যায়। যখনই ওইঅধ্যায়ে চোখ বোলাবে পাকিস্তানি দর্শকেরা,নিশ্চয় হতাশা মেশানো দীর্ঘ একটা শ্বাস বেরিয়েআসবে বুক চিড়ে। এই লজ্জা ভুলতে পাকিস্তানিদেরকত দিন, কত বছর লাগে কে জানে!পাকিস্তান প্রথম ওয়ানডে সিরিজ খেলেছিল ১৯৭৩সালের ১১ ফেব্রুয়ারি। সে ম্যাচে হেরেছিল ২২রানে। ওটা ছিল মাত্র এক ম্যাচের সিরিজ। তবেআক্ষরিক অর্থে পাকিস্তান প্রথম ওয়ানডে সিরিজেধবলধোলাইয়ের শিকার হয় ওয়েস্ট ইন্ডিজেরবিপক্ষে। ১৯৮০ সালের নভেম্বর-ডিসেম্বরেপাকিস্তানের মাটিতেই তাদের ৩-০ ব্যবধানেধবলধোলাই করে যায় ক্যারিবীয়রা। এরপর আরও১১বার ধবলধোলাইয়ের শিকার হয়েছে পাকিস্তান।তবে প্রতিপক্ষের নামগুলো বরাবরই সমীহজাগানিয়া। পাকিস্তানকে সবচেয়ে বেশিধবলধোলাই করেছে ইংল্যান্ড, চারবার। তিনবারকরেছে অস্ট্রেলিয়া, দুইবার ওয়েস্ট ইন্ডিজ।একবার ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।ধবলধোলাই দূরে থাক, পাকিস্তান এ সিরিজের আগেবাংলাদেশ তো বটেই, কখনো জিম্বাবুয়ে,আয়ারল্যান্ডের কাছে সিরিজই হারেনি।প্রথমবারের মতো আজ তাদের শিকার হতে হলো এমনধবলধোলাই, থুড়ি, বাংলাওয়াশের মতো তিক্তঅভিজ্ঞতার! নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ আগেইজেনে গেছে। এবার জেনে গেল পাকিস্তান। এইবাংলাদেশ অন্য রকম। এই বাংলাদেশ র্যাঙ্কিংয়েতাদের ওপরে থাকা দলকে নিয়েও ছিনিমিনিখেলতে জানে!এর আগে চার ওয়ানডে সিরিজের প্রতিটিতেবাংলাদেশকে ধবলধোলাই করেছে পাকিস্তান।২০০২ সালে বাংলাদেশের মাটিতেই ৩-০ হারিয়েগিয়েছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তানেগিয়ে ৫-০ ব্যবধানে পরাজয়ের যাতনায় পুড়েছেবাংলাদেশে। ২০০৮ সালে পাকিস্তানে একইব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর সর্বশেষ,২০১১ সালে ৩-০ ব্যবধানে হার।পাকিস্তানের বিপক্ষে এমন কত পরাজয়ের যন্ত্রণাদীর্ঘ কাল বুকে বইয়ে বেড়িয়েছেন বাংলাদেশেরদর্শকেরা। এবার পাকিস্তানের দর্শকদের পালা।বাংলাওয়াশ নামক এক যন্ত্রণা তাদের যে বইয়েবেড়াতে হবে বহুকাল!যত ধবল ধোলাইয়ের শিকার পাকিস্তান:প্রতিপক্ষ মৌসুম সিরিজের ফলওয়েস্ট ইন্ডিজ ১৯৮০-৮১ ৩-০ইংল্যান্ড ১৯৭৮ ২-০ইংল্যান্ড ১৯৮২ ২-০ভারত ১৯৮৩/৮৪ ২-০ইংল্যান্ড ১৯৮৭/৮৮ ৩-০ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৭/৮৮ ৫-০অস্ট্রেলিয়া ১৯৯৮/৯৯ ৩-০শ্রীলঙ্কা ১৯৯৯/০০ ৩-০অস্ট্রেলিয়া ২০০৯/১০ ৫-০ইংল্যান্ড ২০১১/১২ ৪-০অস্ট্রেলিয়া ২০১৪/১৫ ৩-০নিউজিল্যান্ড ২০১৪/১৫ ২-০বাংলাদেশ ২০১৪/১৫ ৩-০
শেয়ার করুন